Print Date & Time : 1 August 2025 Friday 12:56 pm

কুষ্টিয়ায় বিসিকের ‘শিল্প উদ্যোক্তা উন্নয়ন’ প্রশিক্ষণের সমাপনী

এসএম জামাল:

কুষ্টিয়ায় পাঁচ দিনব্যাপী ‘শিল্প উদ্যোক্তা উন্নয়ন’ প্রশিক্ষণ  কর্মাশালা করা হয়েছে। গত রবিবার এই কর্মশালার ৫ম ব্যাচের সমাপনী অনুষ্ঠানে সনদপত্র বিতরণ করেছেন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তাফসীরুল হক মুন।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, নতুন নতুন শিল্প উদ্যোক্তা সৃষ্টিতে কাজ করে যাচ্ছে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) কুষ্টিয়া।

এসময় বিসিক কুষ্টিয়ার উপ মহাব্যবস্থাপক আসানুজ্জামান মুকুল, উদ্যোক্তা সাবিনা শারমিন, ঝর্ণা খাতুন, মমতাজ পারভীন কাকলী, বিসিকের সম্প্রসারণ কমকর্তা শাপলা সুলতানাসহ কর্মকর্তা উপস্থিত ছিলেন।

শিল্প উদ্যোক্তাদের আহ্বান জানিয়ে বিসিক কুষ্টিয়ার উপ মহাব্যবস্থাপক আসানুজ্জামান মুকুল বলেন, সফল ব্যবসায়ী এবং উদ্যোক্তারা কখনও কাজ সম্পূর্ণ করতে অলসতা করেন না। তাদের হাতে যখন কোনো কাজ থাকে, তখন তারা দিন-রাত তাদের সম্পূর্ণ শ্রম এবং মেধা দিয়ে কাজটি পরিপূর্ণ করে থাকেন। ব্যবসা শুরুর আগে মনে রাখতে হবে, ব্যবসা করতে গেলে ঝুঁকি থাকবে। আর এ ঝুঁকি থাকার মন-মানসিকতা থাকতে হবে। এজন্য শিল্প উদ্যোক্তা হতে হলে প্রশিক্ষণের বিকল্প নেই বলেও উল্লেখ করেন তিনি।

বিসিক কুষ্টিয়ার এই উপ মহাব্যবস্থাপক আরও জানান, উদ্যোক্তাদের দক্ষতা বৃদ্ধিতে প্রশিক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। শিল্প স্থাপনের পূর্বে এ বিষয়ে সম্যক জ্ঞান থাকা একান্ত জরুরি। এ বিষয়টি বিবেচনায় নিয়ে উদ্যোক্তাদের জন্য বিসিক প্রশিক্ষণ কর্মশালা আয়োজন করে থাকেন।

পরে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র ও সম্মাননা স্মারক তুলে দেন অতিথিবৃন্দ।

এবি//দৈনিক দেশতথ্য//মার্চ ৪,২০২৪//