Print Date & Time : 19 July 2025 Saturday 11:16 pm

কুষ্টিয়ায় বৃদ্ধ মা’দের ফল ও ঔষধ দিয়েছে পুনাক

বৃহস্পতিবার (২৩ জুন ২০২২) বিকাল সাড়ে ৪ টায় পুলিশ নারী কল্যান সমিতি (পুনাক), কুষ্টিয়ার উদ্যোগে কুষ্টিয়া সদর থানাধীন পূর্বমজমপুর এলাকায় উদয় সমাজ উন্নয়ন সংস্থার ‘মা ও শিশু পূনর্বাসন কেন্দ্রে’র বৃদ্ধ মা’দের মাঝে মৌসুমি ফল ও ঔষধ  বিতরণ করা হয়।

পুনাক কুষ্টিয়ার সভাপতি দিলরুবা আলম প্রধান অতিথি হিসেবে এ কার্যক্রমে অংশ গ্রহণ করেন। পরিবার থেকে বিতাড়িত অবহেলিত অসহায় মা’দের মাঝে পুনাক সভানেত্রী মমতার সহায়তা হিসেবে মৌসুমি ফল নিয়ে হাজির হন। আপন ভেবে বৃদ্ধ মহিলাদের কাছে টেনে নিয়ে মানবতার হাত বাড়িয়ে দেন। তিনি পূনর্বাসন কেন্দ্রের সকলের সাথে মতবিনিময় করেছেন।

এ সময় দিলরুবা আলম বলেন, যাদের সক্ষমতা আছে, তারা সকলেই যদি সাহায্যের হাত বাড়িয়ে এগিয়ে আসেন, তাহলে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে পুনর্বাসন কেন্দ্রে থাকা মা’রা আরো বেশী ভালো থাকবেন। 

এসময় আরো উপস্থিত ছিলেন খায়রুন নেসা, সাধারণ সম্পাদিকা ও কোষাধ্যক্ষ, আনিতা আশরাফী দিবা, দপ্তর সম্পাদকা ও পুনাক কুষ্টিয়ার অন্যান্য সদস্যবৃন্দ।

এবি//দৈনিক দেশতথ্য//জুন,২৩,২০২২//