Print Date & Time : 16 May 2025 Friday 12:55 am

কুষ্টিয়ায় বেশি মূল্যে তেল বিক্রির অপরাধে জরিমানা

কুষ্টিয়ায় সয়াবিন তেল অধিক মূল্যে বিক্রি এবং চালের বস্তায় ওজন কম দেয়ার অপরাধে দুই প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে।

রবিবার দুপুরে বাণিজ্য মন্ত্রণালয়াধীন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কুষ্টিয়া জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সুচন্দন মন্ডল এর নেতৃত্বে কুষ্টিয়া সদর উপজেলায় বল্লভপুর মোড় এলাকায় বাজার তদারকিমূলক অভিযান পরিচালনা করা হয়।

তিনি জানান, কুষ্টিয়ায় সয়াবিন তেলের বোতলের মোড়কের মূল্য কেটে অধিক মূল্যে বিক্রয় করার অপরাধে হাফসা এন্টারপ্রাইজকে কে ৮ হাজার টাকা এবং ২৫ কেজি চালের বস্তায় ১০০ গ্রাম থেকে ৩০০ গ্রাম পর্যন্ত ওজনে কম দেয়ার অপরাধে মারুফ স্টোর কে ৩ হাজার টাকাসহ মোট ১১হাজার টাকা প্রশাসনিক ব্যবস্থা হিসেবে জরিমানা আরোপ ও আদায় করা হয়। পাশাপাশি  বাজারের সকল ব্যবসায়ীদেরকে দোকানে সার্বক্ষণিকভাবে মূল্য তালিকা প্রদর্শন করতে, সঠিক মূল্যে পণ্য বিক্রয় করতে এবং টিসিবির পণ্য বিক্রয় না করতে নির্দেশনা দেওয়া হয়। জনস্বার্থে এ অভিযান চলমান থাকবে বলেও জানান তিনি।

বাজার তদারকিতে সার্বিক সহযোগিতা প্রদান করেন জনাব সুলতানা রেবেকা নাসরীন, জেলা স্যানিটারি ইন্সপেক্টর (ভারপ্রাপ্ত), কুষ্টিয়া। নিরাপত্তার দায়িত্ব পালন করেন কুষ্টিয়া জেলা পুলিশের একটি টিম।

এবি//দৈনিক দেশতথ্য//মার্চ ১৩, ২০২২//