কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়া ব্যাটারি চালিত রিক্সা-ভ্যান ও ইজিবাইক চালক সংগ্রাম পরিষদ পাঁচ দফা দাবি আদায়ের লক্ষ্যে গড়ে তোলা আন্দোলন সংগ্রামকে সফল গন্তব্যে নিয়ে যেতে বৈষম্য বিরোধী ছাত্র নেতৃবৃন্দের সাতে বৈঠক ও মতবিনিময় সভা করেছে।
গতকাল কাস্টমস মোড়স্থ অস্থায়ী কার্যালয়ে এই মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন সংগঠনের কুষ্টিয়া জেলা শাখার সভাপতি আশরাফুল ইসলাম। সভা পরিচালনা করেন শামসুদ্দিন ইলিয়াস কলম।
এসময় ইজিবাইক চালক সংগ্রাম পরিষদের নেতৃবৃন্দ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দের সামনে তাদের পাঁচ দফা দাবি এবং পৌরসভা ও প্রশাসন কর্তৃক তাদের উপর অন্যায় জুলুম চাপিয়ে কিভাবে হয়রানি করা হচ্ছে সেসব দুর্দশার চিত্র তুলে ধরে তা নিরসনকল্পে পাশে থেকে সহযোগিতার প্রত্যাশা ব্যক্ত করেন।
এবং পৌরসভা তাদের সমস্যা সমাধানের লক্ষ্যে যে উদ্যোগ নেবে সেই উদ্যোগ সফল করতে পৌরসভাকে সাহায্য করার প্রতিশ্রুতি দেন।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন তৌকির আহমেদ, লাবনী সুলতানা, টুটুল আলী, আয়াস হৃদয়সহ অন্যান্য নেতৃবৃন্দ। সকলের পক্ষ থেকে ইজিবাইক চালকদের যৌক্তিক দাবিতে সংহতি জানিয়ে চলমান আন্দোলনে সর্বদা পাশে থাকার কথা ব্যক্ত করে বক্তব্য রাখেন ছাত্রনেতা তৌকির আহমেদ।