নিজস্ব প্রতিবেদক : কুষ্টিয়া মডেল থানা পুলিশের অভিযানে ভুয়া মেজিস্ট্রেট, ভুয়া ডিবি পুলিশ ও ছিনতাই মামলার ওয়ারেন্টভুক্ত আসামি মেহেদী হাসান ফিরোজ (৩০) গ্রেফতার হয়েছে।
রবিবার (০৬ ফেব্রুয়ারী) আনুমানিক রাত ১২ টার সময় কুষ্টিয়া শহরের বাবর আলী গেট থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মেহেদী হাসান ফিরোজ কুষ্টিয়া শহরের আড়ুয়াপাড়া বাবর আলী গেট এলাকার মৃত আব্দুল কুদ্দুসের ছেলে।
পুলিশ জানায়, ভুয়া মেজিস্ট্রেট, ভুয়া ডিবি পুলিশ,ও ছিনতাই মামলার আসামি মেহেদী হাসান দীর্ঘদিন ধরে পলাতক ছিলো। গোপন সংবাদের ভিত্তিতে অভিযানে ফিরোজকে গ্রেফতার করেন।
এ বিষয়ে কুষ্টিয়া মডেল থানার ওসি বলেন, ওয়ারেন্ট ভুক্ত আসামি মেহেদী হাসান ফিরোজকে গ্রেফতার করা হয়েছে এবং তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।
দৈনিক দেশতথ্য//এল//