নিজস্ব প্রতিবেদক : কুষ্টিয়া: ৬ষ্ট উপজেলা পরিষদ নির্বাচনে ২য় ধাপে কুষ্টিয়ার চারটি উপজেলা (দৌলতপুর, মিরপুর, ভেড়ামারা, কুমারখালী) মঙ্গলবার (২১ মে) ভোট গ্রহণ শুরু হয়েছে।
তবে বেশিরভাগ কেন্দ্রেই ভোটার শুন্য রয়েছে। ভোটকেন্দ্রের বাইরে নির্বাচনী এলাকাগুলোতেও ভোটের কোন আমেজ নেই।
মঙ্গলবার (২০ মে) সকাল ৮টা থেকে কুষ্টিয়ার ৪টি উপজেলায় একযোগে ৪শ ১৯টি কেন্দ্রে ভোট গ্রহণ শুরু হয়েছে। বিরতিহীন ভাবে ভোটগ্রহণ চলবে বিকাল ৪টা পর্যন্ত।
সকাল ৮টা থেকে ভোট গ্রহণ শুরু হলেও নেই ভোটারদের উপস্থিতি। তবে বেলা বাড়ার সাথে সাথে ভোটার উপস্থিতি বাড়তে পারে জানান একাধিক প্রার্থী।
মঙ্গলবার সকালে কুষ্টিয়ার কুমারখালী উপজেলার বিভিন্ন কেন্দ্র গুলো ঘুরে দেখা যায় আ’লীগ-আ’লীগ লড়ায়ের এ নির্বাচনে নেই আওয়ামী লীগের সমার্থক ও ভোটাররাও। ভোট গ্রহনের ১ঘন্টা পার হলেও কোথাও কোথাও কোন ভোটই পড়েনি। তবে আইনশৃঙ্খলা বাহিনীদের উপস্থিতি রয়েছে চোখে পড়ার মতো।
প্রবীন কয়েকজন ভোটারের সাথে কথা বলে জানা যায়, ইতিপূর্বে সব দলের নেতাকর্মীরা ভোটে অংশগ্রহণ করতো। এখন তো সব আওয়ামী লীগের নেতাকর্মীরা। প্রার্থী পছন্দ অপছন্দের কোন ব্যাপার না। ভোট দিতে হবে, না দিলেও কিছু না এমনিতেই পাস হয়ে যাবে। ভোট নিয়ে কোন মাথাব্যাথা নাই ভোটারদের।
তবে উপজেলার বেশ কয়েকটি কেন্দ্রে সকাল থেকেই থমথমে অবস্থা বিরাজ করছে।
কুষ্টিয়ার মিরপুর, দৌলতপুর ও কুমারখালী উপজেলায় রয়েছে আওয়ামী লীগের হেবিওয়েট প্রার্থীরা। দৌলতপুর উপজেলায় রয়েছে সংসদ সদস্যের ছোট ভাইও।
কুমারখালীতে চলছে আওয়ামী লীগের দুই গ্রুপের অস্তিত্বের লড়ায়ের ভোট।
তবে নিরবে ভোট চলছে ভেড়ামারা উপজেলায় সেখানে চেয়ারম্যান পদে বিনাপ্রতিদ্বদ্বীতায় হলেও চলছে পুরুষ ও মহিলা ভাইস চেয়ারম্যান পদের নির্বাচন।
জেলা নির্বাচন অফিস সুত্রে জানা যায়, চারটি উপজেলায় মোট ভোটার ১১ লাখ ৩২ হাজার ১শ ৩৬জন। এর মধ্যে পুরুষ ভোটার ৫ লাখ ৭০ হাজার ৬শ ৬৪জন, নারী ভোটার ৫ লাখ ৬১ হাজার ৪শ ৬৬জন। চারটি উপজেলায় তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছে ৬জন। মোট ৪৪টি ইউনিয়ন ও ৩টি পৌরসভায় ভোট কেন্দ্রের সংখ্যা ৪১৯টি। বুথ সংখ্যা রয়েছে ৩ হাজার ৬০টি।
মোট ভোটারের মধ্যে মিরপুর উপজেলায় ২ লাখ ৮০ হাজার ৩শ ৬০জন, দৌলতপুরে ৩ লাখ ৮৬ হাজার ৩শ ৯১জন, ভেড়ামারায় ১ লাখ ৭৮ হাজার ৫শ ৫৬জন এবং কুমারখালী উপজেলায় ২ লাখ ৮৬ হাজার ৮শ ২৯জন।
কুষ্টিয়া জেলা রির্টানিং কর্মকর্তা আবু নাছের এ তথ্য নিশ্চিত করে জানান, সকাল ০৮টা থেকে কুষ্টিয়ার মিরপুর, দৌলতপুর, ভেড়ামারা এবং কুমারখালী উপজেলায় ভোটগ্রহণ শুরু হয়েছে। বিরতিহীনভাবে চলবে বিকাল ০৪টা পর্যন্ত। ভোট কেন্দ্রের পরিবেশ সুষ্ঠু ও শান্তিপূর্ণ রাখতে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি নির্বাহী ম্যাজিষ্ট্রেটগণ দায়িত্ব পালন করছেন। এছাড়া প্রতিটি ভোটকেন্দ্রে পুলিশের পাশাপাশি পর্যাপ্ত আনসার সদস্যরা নিয়োজিত রয়েছে।
খালিদ সাইফুল // দৈনিক দেশতথ্য // ২১ মে ২০২৪

Discussion about this post