পৃথিবীর ইতিহাসে নির্মম গণহত্যা সংঘটিত হয়েছে ১৯৭১ সালে বাংলাদেশে। পাকিস্তানী সেনাবাহিনী বাঙালী নিধনের উৎসবে মেতেছিল, তাদের পরিচালিত সুপরিকল্পিত হত্যাকাণ্ডের স্থান ছড়িয়ে ছিটিয়ে রয়েছে সারা বাংলাদেশে, এসব বধ্যভূমির সবগুলো এখনও চিহ্নিত করা সম্ভব হয়নি।
এই প্রেক্ষাপটে স্বাধীনতার পঞ্চাশ বছর উদযাপন উপলক্ষে বাংলাদেশ শিল্পকলা একাডেমি দেশের সকল জেলায় ‘গণহত্যার পরিবেশ থিয়েটার’ শিরোনামে নাট্য নির্মাণ করছে।
বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে নাট্যজন লিয়াকত আলী লাকীর ভাবনা ও পরিকল্পনায় স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপনে গণহত্যার পরিবেশ থিয়েটার। গতকাল সন্ধ্যায় কুষ্টিয়ার রেনউইক চত্বরে মঞ্চস্থ হয় নাটক ‘রক্তনদী গড়াই’। শামীম সাগরের রচনা এবং নির্দেশনায় জেলা শিল্পকলা একাডেমি কুষ্টিয়া রেপার্টরি নাট্যদলের শিল্পীরা নাটকটি পরিবেশন করেন। অনলাইন মাধ্যমে নাটকটি উদ্বোধন করেন নাট্যজন লিয়াকত আলী লাকি।
কুষ্টিয়ার জেলা প্রশাসক ও জেলা শিল্পকলা একাডেমির সভাপতি মোহাম্মদ সাইদুল ইসলামের সভাপতিত্বে
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ থিয়েটারের উদ্বোধন করেন কুষ্টিয়া-৪ (খোকসা-কুমারখালি) আসনের সংসদ সদস্য ব্যারিষ্টার সেলিম আলতাফ জর্জ। জেলা শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার সুজন রহমান ও লাকী সুজনের উপস্থাপনায় বক্তব্য রাখেন কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজগর আলী,সহসভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান হাজী রবিউল ইসলাম, পিপি এ্যাড. অনুপ কুমার নন্দী, কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ খন, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাড. আসম আক্তারুজ্জামান মাসুম, শহর আওয়ামী লীগের সভাপতি তাইজাল আলী খান, সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান আতা প্রমুখ।
শুভেচ্ছা বক্তব্য রাখেন কুষ্টিয়া জেলা শিল্প কলা একাডেমির সাধারণ সম্পাদক মোঃ আমিরুল ইসলাম।
তিনি বলেন, ১৯৭১ সালে কুষ্টিয়ায় যে গণহত্যা হয়েছিলো তার উপর ভিত্তি করেই আজকের এই পরিবেশ থিয়েটার।
একাত্তরের সেই গণহত্যার বিষয়ে বর্তমান প্রজন্মের অনেকেই জানেনা। তাই নতুন প্রজন্মের সামনে তুলে ধরতেই এ আয়োজন। বাংলাদেশ শিল্পকলা একাডেমীর আয়োজনে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় কুষ্টিয়া জেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় জেলা শিল্পকলা একাডেমী ব্যবস্থাপনায় রেপার্টরি নাট্যদলের পরিবেশনায় এ নাটক মঞ্চস্থ হয়। সমন্বয়কারী ছিলেন কুষ্টিয়া জেলা শিল্পকলা একাডেমীর কালচারাল অফিসার সুজন রহমান। এসময় জেলা শিল্পকলা একাডেমির সদস্যরাসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
এবি//দৈনিক দেশতথ্য//১ মার্চ, ২০২২//