Print Date & Time : 20 July 2025 Sunday 1:29 pm

কুষ্টিয়ায় মাইক্রোবাসের ধাক্কায় ভেঙ্গে গেল বৈদুতিক পোল

নিজস্ব প্রতিবেদক :কুষ্টিয়ার-মেহেরপুর হাইওয়ে সড়কের মিরপুর পৌরসভার জিয়া রোড বাসষ্ট্যান্ট মোরে চলন্ত মাইকোবাস দূর্ঘটনায় বিদ্যুৎ এর পোল ভেঙ্গে গেছে। শুক্রবার দিবাগত রাত অনুমানিক ১২ টার পরে, গাড়ী নং ঢাকা মেট্রো-চ- ১৩-৫২১৯। অপর দিকে সড়কের উপর বৈদ্যুতিক পোল পড়লে গাড়ী চলাচল বন্ধ হয়ে যায়। এ সংবাদ পেয়ে মিরপুর ফায়ার সার্ভিসের সদস্যবৃন্দ এবং মিরপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌছে পল্লী বিদ্যুৎ এর মিরপুর জোনাল অফিসে লোকজন নিয়ে পোলের তারসহ অন্যান্য তার কেটে জান বাহন চলাচল শুরু হয় করার সুযোগ করে দিয়েছেন থানার অফিসার ইনচার্জ আবুল কালাম।

দৈনিক দেশতথ্য//এল//