কুষ্টিয়া সদর উপজেলার হাটশ হরিপুর ইউনিয়নে মাদক বিরোধী ও আইন শৃঙ্খলা রক্ষার্থে সচেতনতা মূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৮ই মে) হাটশ হরিপুর বাজারে স্বপ্নপল্লী উন্নয়ন সংস্থা, হাটশ হরিপুর কুষ্টিয়ার আয়োজন এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুভেচ্ছা বক্তব্যে ইঞ্জিনিয়ার আশরাফুল ইসলাম শিপন বলেন, আগামী ২ মাসের মধ্যে হাটশ হরিপুর ইউনিয়ন থেকে মাদক মুক্ত ঘোষণা করা হবে, ইনশাআল্লাহ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শামীম আহমেদ খান উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার কুষ্টিয়া.
প্রধান আলোচক ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কুষ্টিয়ার পরিদর্শক মো: আবুল কালাম আজাদ। বিশেষ অতিথি ছিলেন, নতুন সূর্য শিক্ষানিকেতনের নির্বাহী পরিচালক মো:দেলোয়ার হোসেন দুলাল। হাটশ হরিপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মো: আমিরুল ইসলাম আন্টু। স্বপ্ন ফাউন্ডেশনর সদস্য হাজী রবিউল ইসলাম বাবর।
অনুষ্ঠান পরিচালনা করেন স্বপ্ন ফাউন্ডেশনের সদস্য, রাশিদুল ইসলাম চমন।
সভাপতিত্ব করেন ইঞ্জিনিয়ার আশরাফুল ইসলাম শিপন, চেয়ারম্যান স্বপ্ন ফাউন্ডেশন ও সভাপতি স্বপ্ন পল্লী উন্নয়ন সংস্থা, হাটস হরিপুর কুষ্টিয়া।
উক্ত আলোচনা শেষে মাদকবিরোধী ও আইন-শৃঙ্খলা রক্ষার্থে সচেতনতা মূলক আলোচনামাদক বিরোধী ও আইনশৃঙ্খলা রক্ষার্থে মূলক অনুষ্ঠান আলোচনা সভা অনুষ্ঠানের মাধ্যমে সভা অনুষ্ঠানের মাধ্যমে অতিথিদের উপস্থিতিতে হাটশ হরিপুর ইউনিয়নে মাদক, সন্ত্রাস প্রতিরোধ ও উন্নয়ন পরিষদ এর ব্যানারে আংশিক কমিটির অনুমোদন করা হয়।
উক্ত কমিটির সভাপতি: ইঞ্জিনিয়ার আশরাফুল ইসলাম শিপন, সাধারণ সম্পাদক :ইঞ্জিনিয়ার রাকিবুল হাসান লর্ড,সাংগঠনিক সম্পাদক: মো: রাশেদুল ইসলাম চমন