Print Date & Time : 16 May 2025 Friday 8:29 pm

কুষ্টিয়ায় মাদক ব্যবসায়ী গ্রেফতার

র‌্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া ক্যাম্পের একটি আভিযানিক দল ১৫ মার্চ ২০২২ ইং তারিখ রাত ০৯:৩৫ ঘটিকার সময় ‘‘কুষ্টিয়া জেলার খোকসা থানাধীন সাতপাখিয়া বিহারীয়া গ্রামস্থ পশ্চিমপাড়া নতুন জামে মসজিদের সামনে পাকা রাস্তার উপর মাদক বিরোধী অভিযান করে। উক্ত অভিযানে ইয়াবা ৮৮ পিছ, যাহার আনুমানিক মূল্য-৪৪,০০০/- (চুয়াল্লিশ হাজার) টাকা, মোবাইল ফোন-০২টি, সীম-০৫টি, ইঞ্জিন চালিত সিএনজি-০১টি এবং নগদ-৮২০/-টাকা সহ ০১ জন আসামী মোঃ আরিফুল ইসলাম (৩০), পিতা-মৃত আকবর শেখ, সাং-মেঘনা কামারপাড়া, থানা-পাংশা, জেলা-রাজবাড়ীকে গ্রেফতার করে।

পরবর্তীতে ধৃত আসামীর বিরুদ্ধে কুষ্টিয়া জেলার খোকসা থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে এবং উদ্ধারকৃত আলামতসহ আসামীকে খোকসা থানায় সোপর্দ করা হয়েছে।

এবি//দৈনিক দেশতথ্য//মার্চ ১৬, ২০২২//