Print Date & Time : 13 May 2025 Tuesday 7:45 pm

কুষ্টিয়ায় মাদক ব্যবসায়ী গ্রেফতার

র‌্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া ক্যাম্পের কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লীডার মোহাম্মদ ইলিয়াস খান এর নেতৃত্বে একটি দল ৭ অক্টোবর সকাল ০৮:৫০ ঘটিকার সময় ‘‘কুষ্টিয়া সদর থানার চৌড়হাস এলাকায়’’ একটি মাদক বিরোধী অভিযান করে।

ওই অভিযানে ০৮ (আট) কেজি গাঁজা, যাহার মূল্য আনুমানিক ১,৬০,০০০/- (এক লক্ষ ষাট হাজার) টাকা সহ মোঃ আনসার আলী(৪২), পিতা-মৃত শাহজাহান গাইন, সাং-হরিশচন্দ্রপুর (নতুন গ্রাম), থানা-দর্শনা, জেলা-চুয়াডাঙ্গা’কে গ্রেফতার করা হয়।

আসামীর বিরুদ্ধে সদর থানায় মাদক আইনে একটি মামলা করা হয়েছে। আলামতসহ ধৃত আসামীকে সদর থানায় সোপর্দ করা হয়েছে।

এবি//দৈনিক দেশতথ্য//অক্টোবর ০৭,২০২২//