কুষ্টিয়ায় র্যাবের অভিযানে নেশা জাতীয় টাপেন্টাডল ট্যাবলেট সহ ০১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার করা হয়েছে ।
১১ জুন রাত ১০ টায় ‘‘কুষ্টিয়া জেলার দৌলতপুর থানাধীন আল্লারদর্গা বাজার এলাকায় অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়।
জানা যায়, র্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া ক্যাম্পের কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লীডার মোহাম্মদ ইলিয়াস খান এর নেতৃত্বে একটি চৌকষ আভিযানিক দল অদ্য ১১ জুন ২০২৩ ইং তারিখ রাত ১০:০৫ ঘটিকার সময় ‘‘কুষ্টিয়া জেলার দৌলতপুর থানাধীন আল্লারদর্গা বাজার এলাকায়’’ একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে ২০০ পিস টাপেন্টাডল ট্যাবলেট যাহার মূল্য আনুমানিক ১,০০,০০০/-(এক লক্ষ) টাকা সহ ০১ জন আসামি মোঃ রমজান আলী(৫৫), পিতা-মৃত আজিত উল্লাহ, সাং-চকদিয়াড়, থানা-দৌলতপুর, জেলা-কুষ্টিয়া’কে গ্রেফতার করা হয়।
পরবর্তীতে ধৃত আসামির বিরুদ্ধে কুষ্টিয়া জেলার দৌলতপুর থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে এবং উদ্ধারকৃত আলামতসহ ধৃত আসামিকে কুষ্টিয়া জেলার দৌলতপুর থানায় সোপর্দ করা হয়েছে।
খালিদ সাইফুল, দৈনিক দেশতথ্য, ১২ জুন ২০২৩

Discussion about this post