বঙ্গবন্ধু পরিষদ কুষ্টিয়া জেলা শাখার উদ্যোগে জাতীয় শোক দিবসে মাস ব্যাপী কর্মসূচী পালন করবে। এই লক্ষ্যে ৩০ জুলাই সন্ধায় দৈনিক কুষ্টিয়া পত্রিকা অফিসে একটি মতবিনিময় সভা অনুষ্ঠীত হয়েছে। সভায় বঙ্গবন্ধু পরিষদ কুষ্টিয়া জেলা শাখার সেক্রেটারি সামসুর রহমান বাবুর সভাপতিত্বে ও পরিষদের যুগ্ম সম্পাদক ড. আমানুর আমান এর পরিচালনায় প্রধান অতিথি ছিলেন বঙ্গবন্ধু পরিষদ ইসলামী বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক ও বঙ্গবন্ধু হলের প্রভোষ্ট অধ্যাপক ড. মাহবুবুল আরেফিন, বিশেষ অতিথি ছিলেন কুষ্টিয়া গার্লস কলেজের ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক অজয় মৈত্র ও সহযোগী অধ্যাপক মো: আলাউদ্দিন বঙ্গবন্ধু পরিষদের কেন্দ্রীয় নেতা আনন্দ কুমার সেন। শিক্ষক মনিরুজ্জামান সিদ্দিকী আব্দুল কাউয়ুম আবু বকর সিদ্দিক।
আরো উপস্থিত ছিলেন জয়িতা পুরষ্কার বিজয়ী নারীনেত্রী ও কালপুরুষ যুব ও নেতৃত্ব উন্নয়ন পরিষদের সভাপতি তানজিমা রহমান, দৈনিক কুষ্টিয়ার ভারপ্রাপ্ত সম্পাদক ও ডিবেট ফর ডেভেলপমেন্ট বাংলাদেশের মহসচিব এস.এম.শামীম রানা, বঙ্গবন্ধু সাংস্কৃতিক পরিষদের সভাপতি এস. এস. রুশদী, সাংগঠনিক সম্পাদক ও কুষ্টিয়া জেলা ছাত্রলীগের সাবেক সাংস্কৃতিক সম্পাদক অ্যাডভোকেট মোঃ মুহাইমিনুর রহমান পলল, অ্যাড. সাকিব সাদনাম।
এছাড়াও উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু পরিষদ, কুষ্টিয়া জেলা শাখার বিভিন্নি পেশাজীবী নেতৃবৃন্দ ও সদস্যগণ।
বঙ্গবন্ধু পরিষদ কুষ্টিয়া জেলা শাখা জাতীয় শোক দিবসে মাস ব্যাপী আলোচনা সভা, সেমিনার সহ বিভিন্ন কর্মসূচীগ্রহন করেছে।
এবি//দৈনিক দেশতথ্য//জুলাই ৩০,২০২২//

Discussion about this post