নিজস্ব প্রতিবেদক \ বাংলাদেশ আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ এমপির সৌজন্যে কুষ্টিয়ায় দুঃস্থ ও অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করেছে মিত্র ফাউন্ডেশন।
গতকাল বিকেলে হাউজিং কদমতলা মোড়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এলাকার ১৭০০ দুঃস্থ ও অসহায় পরিবারের মাঝে শাড়ি, লুঙ্গী, সেমাই, চিনি, তেল ও চাউল সহ বিভিন্ন খাদ্য উপকরণ বিতরণ করেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান আতা। এসময় মিত্র ফাউন্ডেশনের সভাপতি আব্দুল হান্নান স্বপনসহ স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিরা উপস্থিত ছিলেন।
দীর্ঘদিন ধরে মিক সোয়েটার এন্ড ফ্যাশনস লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক এম.এ মান্নান কাকনের সার্বিক সহযোগিতায় এলাকার গরীব ও অসহায় মানুষকে সহযোগীতা, মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান ও চিকিৎসা সেবাসহ বিভিন্ন সেবামূলক কর্মকান্ড করে আসছে মিত্র ফাউন্ডেশন।
খালিদ সাইফুল // দৈনিক দেশতথ্য // ৫ এপ্রিল ২০২৪

Discussion about this post