মিরপুর প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী দল মিরপুর উপজেলা বিএনপি’র উদ্যোগে ১৩টি ইউনিয়ন কমিটির সম্পাদকমন্ডলীদের সাথে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে সু-চিকিৎসার জন্য বিদেশ পাঠানোর দাবিতে আগামী ১৫ই জানুয়ারী কুষ্টিয়া জেলা বিএনপির উদ্যোগে আয়োজিত সমাবেশ সফল করার লক্ষেসোমবার বিকেলে উপজেলা বিএনপি’র দলীয় কার্যালয়ে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন, উপজেলা বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি ও পোড়াদহ ইউনিয়ন বিএনপি’র সভাপতি খন্দকার ওমর ফারুক কুদ্দুস। বক্তব্য রাখেন, উপজেলা বিএনপি’র সাধারন সম্পাদক রহমত আলী রব্বান, সাংগঠনিক সম্পাদক সাইদুল হক মুকুল, দপ্তর সম্পাদক মারফত আফ্রিদী, বারুইপাড়া ইউনিয়ন বিএনপি’র সভাপতি খন্দকার লুৎফর রহমান, যুগ্ম সাধারন সম্পাদক মাসুদ খান, সাংগঠনিক সম্পাদক রেজাউল হক কটা, বহলবাড়ীয়া ইউনিয়ন বিএনপি’র সভাপতি শাহজামাল মল্লিক, সাধারন সম্পাদক হারছেন আলী, তালবাড়ীয়া ইউনিয়ন বিএনপি’র সভাপতি খলিলুর রহমান, সাধারন সম্পাদক মকফর আলী কবিরাজ, ফুলবাড়ীয়া ইউনিয়ন বিএনপি’র সভাপতি খন্দকার টিপু সুলতান, সাধারন সম্পাদক হাবিবুর রহমান হাবি, আমলা ইউনিয়ন বিএনপি’র সাধারন সম্পাদক তোফাজ্জেল হোসেন, মালিহাদ ইউনিয়ন বিএনপি’র সভাপতি নূর-এ-আল-আমীন বুলবুল, সাধারন সম্পাদক আশাদুল হক বিশ্বাস, যুগ্ম সাধারন সম্পাদক নজরুল ইসলাম, ছানোয়ার হোসেন ফরাজী, কুর্শা ইউনিয়ন বিএনপি’র সভাপতি মকবুল হোসেন, সাধারন সম্পাদক মিরাজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আল আমিন, চিথলিয়া ইউনিয়ন বিএনপি’র সভাপতি আব্দুল কুদ্দুস, সাংগঠনিক সম্পাদক জাহিদুল ইসলাম, ধুবইল ইউনিয়ন বিএনপি’র সভাপতি বিল্লাল হোসেন, সাধারন সম্পাদক আব্দুস সাত্তার, সাংগঠনিক সম্পাদক ইমারত আলী, আমবাড়ীয়া ইউনিয়ন বিএনপি’র সাধারন সম্পাদক নায়েব আলী, সাংগঠনিক সম্পাদক দৌলত মেম্বার, ছাতিয়ান ইউনিয়ন বিএনপি’র সাধারন সম্পাদক আবু দাউদ আলী, বিএনপি নেতা ইসলাম আলী, দবির উদ্দিন দবু, রজব আলী, উপজেলা যুবদলের আহবায়ক সুলতান আলী, সদস্য সচিব এমদাদ আলী, যুগ্ম আহবায়ক আব্দুল মালেক, গোলাম মোস্তফা, মনোয়ার হোসেন, পৌর যুবদলের আহবায়ক সংগ্রাম খান জিল্লু, সিনিয়র যুগ্ম আহবায়ক ইফতেখার আলম শিল্পু, যুগ্ম আহবায়ক নাসিরুজ্জামান রানা, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রফিকুল ইসলাম, যুবনেতা আরিফ, ছাত্রনেতা বাবলু, ফরিদুল ইসলাম, সাব্বির হোসেন, আল আমিন, নাজমুস সাকিন, আরিফুল ইসলাম, মেহেদী, আজাদুর রহমান আজাদ প্রমুখ।
সভায় সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে সু-চিকিৎসার জন্য পাঠানোর দাবিতে আগামী ১৫ই জানুয়ারী জেলা বিএনপির সমাবেশ সফল করার জন্য নিজ নিজ অবস্থান থেকে সক্রিয় ভূমিকা পালন করার লক্ষে উপজেলা নেতৃবৃন্দ ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনকে নির্দেশ প্রদান করেন।
দৈনিক দেশতথ্য//এল//

Discussion about this post