Print Date & Time : 6 April 2025 Sunday 7:52 am

কুষ্টিয়ায় মিল শ্রমিকের পোঁড়া মরদেহ উদ্ধার

সে তিন দিন ধরে নিখোঁজ ছিল

কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়া শহরতলীর বটতৈল সেনের চাতাল এলাকায় নিখোঁজ হওয়ার তিন দিন পর রাব্বি (১৮) নামের এক শ্রমিকের আগুনে পোঁড়ানো মরদেহ পুলিশ উদ্ধার করেছে। বুধবার রাতে সদর উপজেলার বটতৈল ইউনিয়নের সেনের চাতাল নামকস্থান থেকে আগুনে পোড়ানো ওই যুবকের মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত রাব্বি কুষ্টিয়ার কুমারখালী উপজেলার জঙ্গলী এলাকার আলিমের ছেলে এবং বটতৈল এলাকার একটি জুট মিলের শ্রমিক ছিলেন। কুষ্টিয়া মডেল থানার (ওসি) সাব্বিরুল আলম এ তথ্য নিশ্চিত করে জানান, নিহত রাব্বি বটতৈল এলাকায় একটি জুট মিলের শ্রমিক হিসেবে কাজ করতেন। গত তিন দিন ধরে তিনি বাড়ি থেকে নিখোঁজ ছিলেন। এ ব্যাপারে তাঁর পিতা আলিম কুমারখালী থানায় একটি সাধারণ ডায়রি করেছিলেন। নিহতের মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ হত্যাকান্ডের কোন ক্লু এখনো উদঘাটন করতে পারেনি। হত্যা রহস্য উদঘাটন এবং ঘাতকদের গ্রেফতারের জন্য পুলিশের একাধিক টিম মাঠে কাজ করছে বলে জানিয়েছেন কুষ্টিয়া মডেল থানার (ওসি) সাব্বিরুল আলম।

এবি//দৈনিক দেশতথ্য//১৩ এপ্রিল,২০২২//