কুষ্টিয়া প্রতিনিধি: মুক্তি নারী ও শিশু উন্নয়ন সংস্থার উদ্যোগে, বুধবার ১৬ মার্চ সকাল ১০টার দিকে কুষ্টিয়ায় দি লেপ্রসি মিশন ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর সহযোগিতায় ” ফ্রি” প্রকল্পের জ্ঞানী ও যুব দলের সদস্যবৃন্দদের নিয়ে লবি ও এ্যাডভোকেসী কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় উপস্থিত ছিলেন দি লেপ্রসি মিশন ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর প্রজেক্ট ম্যনেজার মাসুমা পারভীন, মুক্তি নারী ও শিশু উন্নয়ন সংস্থার প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক, বীর মুক্তি যোদ্ধা মমতাজ আরা বেগম, কর্মসূচী সম্নয়কারী জায়েদুল হক মতিন, আরো উপস্থিত ছিলেন বীর মুক্তি যোদ্ধা ডাঃ সনজিব কুমার, দি কুষ্টিয়া চেম্বার অব কমার্সের পরিচালক কাদেরী শাকিল, বিশিষ্ট সাংবাদিক মিজানুর রহমান লাকি, বিশিষ্ট আইনজীবী এ্যাড. আব্দুর রশিদ রানা, কুমারখালি উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মেরিনা আক্তার প্রমুখ।
লবি ও এ্যাডভোকেসী কর্মশালা সেশন পরিচালনা করেন দি লেপ্রসি মিশন ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর প্রজেক্ট ম্যনেজার মাসুমা পারভীন। তিনি বর্তমান প্রেক্ষাপটে জ্ঞানী ও যুব দলের কাজ ও দায়িত্ব সম্পর্কে বিস্তারিত আলোকপাত করেন। সেই সাথে তাঁরা এ পর্যন্ত অসহায় ,দুঃস্থ কুষ্ঠ রোগী ও দলের জন্য যে সমস্ত কার্যক্রম করেছেন তার উপর আলোচনা করেন তিনি ধন্যবাদ জানান ” ফ্রি” প্রকল্পের জ্ঞানী ও যুব দলের সদস্যবৃন্দদের কারন তারা সমাজের পিছিয়ে পরা মানুষের জন্য কাজ করে যাচ্ছেন।
সংস্থার প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক , বীর মুক্তি যোদ্ধা মমতাজ আরা বেগম বলেন প্রকল্পের জ্ঞানী ও যুব দলের সদস্যবৃন্দ যে কাজ করছে তার কোন তুলনা হয় না। আজকে এই অসহায় ,দুঃস্থ কুষ্ঠ রোগী ও দলের জন্য যে সমস্ত কার্যক্রম করছেন সরকারী বিভিন্ন দপ্তরে যে তাদের জন্য সেবার ব্যবস্থা করছেন তা অফুরন্ত। সকলকে মুক্তির পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে কর্মশালার সমাপ্তি ঘোষনা করেন।
এবি//দৈনিক দেশতথ্য//মার্চ ১৬, ২০২২//