কুষ্টিয়া প্রতিনিধি: ক্যারি অন বহাল এবং সিজিপিএ বাতিলের দাবিতে কুষ্টিয়া মেডিকেল কলেজের শিক্ষার্থীরা প্রতিবাদ সমাবেশ করেছেন।
বুধবার (৩১ আগষ্ট) সকাল দশটায় নবনির্মিত কুষ্টিয়া মেডিকেল কলেজ এন্ড হাসপাতালের গ্যালারি রুমে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
শিক্ষার্থীদের মধ্যে এমাজ বিন আলমগীর সিজিপিএ বাতিলের যৌক্তক কারণ উপস্থাপন করেন। সিজিপিএ সিস্টেমকে মেডিকেল শিক্ষার্থীদের বিষফোঁড়া হিসেবে আখ্যায়িত করে শিক্ষার্থীরা বলেন, স্বাধীনতা পরবর্তী ৫০ বছর সিজিপিএ বিহীন মেডিকেল সিস্টেম চলমান রয়েছে। তাহলে এখন কেন সিজিপিএ সিস্টেম চালু করা হচ্ছে? বক্তারা আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণের কথা অযৌক্তিক বলেও দাবি করেন। শিক্ষার্থীরা বিএমডিসি স্বাস্থ্য অধিদপ্তর স্বাস্থ্য মন্ত্রণালয়ের বর্তমান ক্যারিকুলাম পরিবর্তনের কড়া সমালোচনা করে অবিলম্বে ক্যারি অন বহাল করে প্রজ্ঞাপন জারির অনুরোধ জানান। কুষ্টিয়া মেডিকেল কলেজের একাদশ ব্যাচের কেন্দ্রীয় সিয়ার সৌমিক সাহা’র সভাপতিত্বে অন্যান্যের মধ্যে নাহিদ তূর্য, নুসরাত মাইশা, নিঝুম হায়দার, জায়মা হোসেন, তাসদিক তানজিম, সুরাইয়া প্রমুখ বক্তব্য রাখেন। সভা থেকে শিক্ষার্থীরা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, ন্যায্য দাবি মেনে না নিলে পরবর্তীতে সকল মেডিকেল কলেজের সাথে সমন্বয় রেখে কঠোর আন্দোলন কর্মসূচি গ্রহণ করা হবে। এ সময় শিক্ষার্থীরা ক্যারি অন বহাল চাই,সিজিপিএ বাতিল চাই এই শ্লোগান দেন।
আর//দৈনিক দেশতথ্য//৩১ আগষ্ট-২০২২