কুষ্টিয়ায় মোটরসাইকেল চুরি করে বিক্রি করার সময় চোরাই মোটরসাইকেলসহ দুই চোরকে পুলিশ গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হচ্ছে কুষ্টিয়ার মিরপুর উপজেলার চাড়ুলিয়া গ্রামের আলাউদ্দীন জোয়ার্দারের ছেলে আশিকুর রহমান আশিক (২৪) ও কুষ্টিয়া সদর উপজেলার পুরাতন হরিপুর এলাকার বজলু হোসেনের ছেলে বিজয় হোসেন (২১)।
শুক্রবার বিকেলে কুষ্টিয়ার পুলিশ সুপার মো: খাইরুল আলম এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। সংবাদ সম্মেলনে পুলিশ সুপার বলেন, গত বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) রাতে গ্রেফতারকৃত দুজন শহরতলীর জুগিয়া বেঙ্গল এলপিজি ফিলিং ষ্টেশনের পাশে রেজিষ্টেশন বিহীন কালো ও সবুজ রংয়ের টিভিএস এ্যাপাচি আরটিআর ১৫০ সিসির একটি মোটর সাইকেল বিক্রির জন্য অপেক্ষা করছিল।
এ সময় গোপন সূত্রে খবর পেয়ে পুলিশের একটি টিম সেখানে অভিযান চালিয়ে ওই দুজনকে চোরাই মোটরসাইকেলসহ আটক করে। তাদেরকে জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা দুজনই চোর। দীর্ঘদিন ধরে তারা মোটর সাইকেল চুরি ও চোরাই মোটর সাইকেল ক্রয়-বিক্রয় করে আসছিল। গ্রেফতারকৃত দুজনের মধ্যে একজনের নামে হত্যা মামলা ও অপর জনের বিরুদ্ধে থানায় পূর্বের চুরির মামলা রয়েছে। এ ঘটনায় কুষ্টিয়া মডেল থানায় এসআই রফিকুল ইসলাম বাদী তাদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছেন।
এবি//দৈনিক দেশতথ্য//সেপ্টম্বর ১৬,২০২২//