বাংলাদেশে এবারের মে দিবসের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘শ্রমিক-মালিক ঐক্য গড়ি, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি’।
আজ ১ মে, মহান মে দিবস। শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠা দিন ।
বিশ্বের শ্রমজীবী মানুষের ন্যায্য অধিকার আদায়ের ঐতিহাসিক দিন আজ। শ্রমিকদের আত্মত্যাগের এই দিনকে সারা বিশ্বে একযোগে ‘মহান মে দিবস’ হিসেবে পালিত হচ্ছে। ১৮৮৬ সালের এই দিনে যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের হে মার্কেটের শ্রমিকেরা শ্রমের উপযুক্ত মূল্য ও দৈনিক অনধিক আট ঘণ্টা কাজের দাবিতে আন্দোলনে নামেন। ওই দিন আন্দোলনরত শ্রমিকদের ওপর পুলিশ গুলি চালায়। এতে অনেক শ্রমিক হতাহত হন। তাঁদের আত্মত্যাগের মধ্য দিয়ে দৈনিক কাজের সময় আট ঘণ্টা করার দাবি প্রতিষ্ঠিত হয়েছিল। এর পর থেকে দিনটি মে দিবস হিসেবে পালিত হয়ে আসছে।
বাংলাদেশে এবারের মে দিবসের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘শ্রমিক-মালিক ঐক্য গড়ি, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি’।
কুষ্টিয়ায় যথাযথ মর্যাদায় মে দিবস পালিত
আজ সোমবার (১ মে) সকাল ৯ ঘটিকায় আন্তর্জাতিক মে দিবস ২০২৩ উদযাপন উপলক্ষ্যে কুষ্টিয়া কালেক্টরেট চত্বর থেকে জেলা শিল্পকলা একাডেমি পর্যন্ত র্যালি এবং শিল্পকলা একাডেমি মিলনায়তনে র্যালি পরবর্তী আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ সাইদুল ইসলাম, জেলা প্রশাসক, কুষ্টিয়া৷
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার কুষ্টিয়া, সাধারণ সম্পাদক, বাংলাদেশ আওয়ামী লীগ, কুষ্টিয়া জেলা শাখা এবং সভাপতিত্ব করেন উপপরিচালক, আঞ্চলিক শ্রম দপ্তর, কুষ্টিয়া৷
খালিদ সাইফুল, দৈনিক দেশতথ্য, ১ মে ২০২৩

Discussion about this post