ওপেলিয়া কনি, কুষ্টিয়া: কুষ্টিয়া কোর্ট রেলস্টেশনে একটি যাত্রীবাহী ট্রেনে অভিযান চালিয়ে প্রায় ৪ কোটি ১৮ লাখ টাকার মাদক ও ভারতীয় সিটি গোল্ডের গহনা উদ্ধার করেছে বিজিবি-৪৭ ব্যাটালিয়ন।
মঙ্গলবার (১৫ এপ্রিল) বিকেল ৪টা ২০ মিনিটের দিকে ঢাকাগামী বেনাপোল এক্সপ্রেস ট্রেন থেকে এসব মাদক ও গহনা জব্দ করা হয়।
৪৭ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মাহবুব মুর্শেদ রহমান জানান, “গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, বেনাপোল থেকে ছেড়ে আসা বেনাপোল এক্সপ্রেস ট্রেনে করে বিপুল পরিমাণ এলএসডি ও সিটি গোল্ডের গহনা ঢাকায় পাচার করা হচ্ছে। এমন খবরের ভিত্তিতে বিজিবির একটি বিশেষ টহল দল কুষ্টিয়া কোর্ট রেলস্টেশনে অবস্থান নেয়।
পরে বিকেল ৪টা ২০ মিনিটে ট্রেনটি স্টেশনে পৌঁছালে তল্লাশি চালিয়ে ৫০ এমএল-এর ৮ বোতল ভারতীয় এলএসডি ও ৯৪৮টি সিটি গোল্ডের অলংকার উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদক ও গহনার আনুমানিক বাজারমূল্য ৪ কোটি ১৮ লাখ ১০ হাজার ১০০ টাকা।
বিজিবি আরও জানায়, এ বিষয়ে কুষ্টিয়া মডেল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করার কার্যক্রম চলমান রয়েছে এবং উদ্ধারকৃত মাদক ও স্বর্ণালঙ্কার আইনি প্রক্রিয়ার মাধ্যমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে।