কুষ্টিয়া প্রতিনিধি :
কুষ্টিয়ায় আনিছ (৩৫) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার সকালে শহরের হাউজিং এ ব্লক এলাকা থেকে পুলিশ তার মরদেহ উদ্ধার করে।
পুলিশের ধারণা, অতিরিক্ত নেশার কারণে তার মৃত্যু হয়েছে। আনিছ একই এলাকার অহেদের ছেলে।
পরিবার সূত্রে জানা গেছে, আনিছ নেশায় জড়িয়ে পড়ার কারণে গত দশ বছর ধরে পরিবার থেকে বিচ্ছিন্ন ছিল। গত কয়েকদিন ধরে তার লিভার ও কিডনী নষ্টের কথা বলে এলাকার মানুষের কাছে অর্থের জন্য সাহায্য চেয়ে আসছিলেন।
কুষ্টিয়া মডেল থানার (ওসি) সাব্বিরুল আলম জানান,নেশাগ্রস্ত ছিল আনিছ। স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে সকালে হাউজিং এ ব্লক এলাকা থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। মৃত্যুর আসল কারণ জানতে পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। আনিছের মরদেহ উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলেও জানান ওসি।
দৈনিক দেশতথ্য//এল//

Discussion about this post