‘যুবরা লড়বে নতুন পৃথীবি গড়বে এই শ্লোগানকে সামনে রেখে কুষ্টিয়ায় বিএনপি-জামায়াতের, হরতাল-অবরোধ ও নানা ষড়যন্ত্রের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জাতীয় যুব জোট।
আজ সকালে পৌরভসার বিজয় উল্লাস চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের একতারা মোড়ে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
কুষ্টিয়া জেলা যুব জোটের সভাপতি মাহাবুব হাসানের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন জেলা জাসদের সভাপতি গোলাম মহাসীন, সংগঠনিক সম্পাদক অসীত সিংহ রায়, কেন্দ্রীয় যুব জোটের সংস্কৃতিক সম্পাদক আনোয়ারুল কবীর টুটুল ও জেলা যুব জোটের সাধারণ সম্পাদক ডা: মাসুদ রানা।
এসময় জেলা ও উপজেলা জাসদ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলে
খালিদ সাইফুল // দৈনিক দেশতথ্য // ১১ নভেম্বর ২০২৩

Discussion about this post