উন্ট হ্যাক করে টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে করা মামলায় তিনজনকে গ্রেপ্তার করেছে কুষ্টিয়া পুলিশের সাইবার ক্রাইম ইউনিট। তাদেরকে মাগুরা থেকে গ্রেপ্তার করা হয়। কুষ্টিয়া পুলিশ সুপার খাইরুল আলম তার কার্যালয়ে শুক্রবার দুপুরে সংবাদ সম্মেলন করে এ তথ্য জানান। গ্রেপ্তাররা হলেন, মাগুরা জেলার শ্রীপুর থানার বরিশাট পুর্বপাড়ার হাফিজুর মোল্লার ছেলে আনোয়ার হোসেন (২৩) ও একই এলাকার গোলাম কিবরিয়ার ছেলে রায়হান উদ্দিন(২৫),সদর থানার গাংনালিয়া নতুন পাড়ার ইনসাফ মন্ডলের ছেলে আশিক মন্ডল(২২)। পুলিশ সুপার খাইরুল বলেন, ‘গত ১৫ ফেব্রুয়ারি দৌলতপুরের রবিন আহমেদের রকেট একাউন্ট হ্যাক করে ৩৩ হাজার টাকা হাতিয়ে নেয় একটি প্রতারক চক্র। এ ঘটনায় ৩ মার্চ রবিন কুষ্টিয়া মডেল থানায় মামলা করেন। এরপর ঘটনার তদন্ত শুরু করে কুষ্টিয়ার সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন ইউনিট। অবশেষে ৩১ মার্চ রাতে মাগুরা জেলার বিভিন্ন স্থান থেকে প্রতারক চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করা হয়।’ এ সময় তাদের কাছ থেকে হ্যাকিংয়ে ব্যবহৃত ইলেক্ট্রনিক্স বিভিন্ন যন্ত্রপাতি ও নগদ ১১ হাজার ৫৫০ টাকা জব্দ করা হয় বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।
এবি//দৈনিক দেশতথ্য//১ মার্চ, ২০২২//