নিজস্ব প্রতিবেদক: ইমাম গাজ্জালী সমাজ উন্নয়ন সংস্থা, কুষ্টিয়ার উদ্যোগে পবিত্র রমজান মাস উপলক্ষে গতকাল ০৯ মার্চ, ২০২৪ রোজ শনিবার সকাল ৯ ঘটিকায় স্থানীয় কুষ্টিয়া কুঠিপাড়া মডেল মসজিদের হল রুমে কেরাত, গজল, আজান, কবিতা আবৃত্তি, উপস্থিত বক্তৃতা ও সাধারণ জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
ইমাম গাজ্জালী সংস্থার সভাপতি মোঃ ইব্রাহিম খলিলের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রতিযোগীতা শেষে বিজয়ীদের মধ্যে পুরষ্কার বিতরণ করেন প্রধান অতিথী সৃজন প্রোপার্টিজ এর চেয়ারম্যান, তরুণ সমাজ সেবক জনাব ইকবাল হোসেন খোকন। বিশেষ অতিথী ছিলেন ইমাম গাজ্জালী সংস্থার প্রতিষ্ঠাতা সদস্য সাহিত্যিক, সাংবাদিক সাইদুল হক সোহেল, কুষ্টিয়ার বিশিষ্ট সাংবাদিক সাইফুদ্দিন আল আজাদ।
বিচারক হিসাবে দায়িত্ব পালন করেন, হাফেজ মাহবুবুর রহমান, মাওলানা সাকিব বেলালি, হাফেজ মনিরুল ইসলাম, হাফেজ আবু ইউসুফ, মাওলানা হাসেম আলী, হাফেজ বনি ইয়ামিন, মাওলানা শিহাব উদ্দিন, কাজী রেজাউল হক। প্রতিযোগীতার বিভাগ ছিল- ক বিভাগ-৩য় শ্রেনী পর্যন্ত ছাত্র-ছাত্রী, খ বিভাগ ৪র্থ, ৫ম ও ৬ষ্ঠ শ্রেণী পর্যন্ত ছাত্র-ছাত্রী, গ বিভাগ ৭ম শ্রেণী হতে ১০ম শ্রেণী পর্যন্ত ছাত্র-ছাত্রী। বিষয় ছিল- কেরাত, গজল, আজান, কবিতা, উপস্থিত বক্তৃতা ও সাধারণ জ্ঞান। আগামী ২৯ মার্চ, ২০২৪ ইং রোজ শুক্রবার বিকেল ০৫ টায় বিজয়ী ছাত্র-ছাত্রীদের মধ্যে ক্রেস্ট, মেডেল ও সনদপত্র প্রদান করা হবে।
প্রতিযোগীতা অনুষ্ঠানটি সার্বিক পরিচালনায় ছিলেন প্রচার সম্পাদক ফাহিম আহমেদ অনিক। এবারের প্রতিযোগীতায় কুষ্টিয়া শহরের ১২ টি শিক্ষা প্রতিষ্ঠানের ২০০ জন ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করেন।
খালিদ সাইফুল // দৈনিক দেশতথ্য // ৯ মার্চ ২০২৪