নিজস্ব প্রতিবেদক: গত বৃহস্পতিবার ও রবিবার ৩ ও ৬ মার্চ কুষ্টিয়া সেকশন হইতে জি/৪৮ কর্মকর্তা কর্মচারীদের মধ্যে জ্বালানি কাঠ বিতরন করার নোটিস অনুযায়ী কার্যক্রম চলে। বিতরন ব্যাবস্থাপনায় ব্যাপক অনিয়মের অভিযোগ ওঠে কুষ্টিয়া উর্ধতন উপ সহকারী প্রকৌশলী অফিসের বিরুদ্ধে ।
বিতরনে দেখা যায় বড় বড় ট্রাক, লরি ও নসিমন করিমনে লোড করে বিভিন্ন যায়গায় পাঠানো হয়। পরে বিভিন্ন স’মিল ও ফার্নিচারের দোকানে স্লিপার গুলো দেখা যায় ।
জনমনে প্রশ্ন উঠেছে জ্বালানি কাঠ কেন ফার্নিচারের দোকানে? এছাড়াও সন্ধ্যার পর রাতের আধারেও স্লিপারা গুলো ট্রাক লোড দিতে দেখা যায়। অভিযোগ রয়েছে এলাকার জনপ্রতিনিধি ও পরিচিত জনের মধ্যেও এই স্লিপার বিক্রি করেছেন,যা সরকারি নিয়মের বাইরে। কুষ্টিয়া উর্ধতন উপ সহকারী প্রকৌশলীর অফিস থেকে রাতের আধারে স্লিপার বের করার সময় সাংবাদিকদের উপস্থিতি টের পেয়ে কুষ্টিয়া উপ সহকারী প্রকৌশলী রাশেদ সারোয়ার জুয়েল মুহুর্তের মধ্যে অফিস তালা মেরে সেখান থেকে সটকে পড়ে।
এক পর্যায়ে উপ সহকারী প্রকৌশলী রাশেদ সরয়ার জুয়েল সাংবাদিকদের ম্যানেজ করার চেষ্টা করেন। সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি জানান, আপনারা আসেছেন একটা সম্মান তো আছে।
কথার প্রসংগে উপসহকারী প্রকৌশলী রাশেদ সরয়ার জানান আমি এখানে আর অল্প কিছুদিন আছি, আমার সরকারি ভালো দুইটা দফতরে চাকুরী হয়েছে। টাকা দিয়ে বিষয়টি ঢাকতে না পেরে সাংবাদিককে হুমকি প্রদান করেন এবং রেগে উঠেন, সব শেষে উপ সহকারী প্রকৌশলী রাশেদ সরয়ার জুয়েল তার কাজের নিয়ম ভুল ছিলো বলে স্বীকার করেন এবং নত হন।প্রত্যক্ষদর্শী রকি জানান, আমরা জানি সরকারি এইসব কাজ দিনের বেলাই হয়ে থাকে কিন্তু রাতের বেলাই এভাবে গাড়ি লোড দিতে তো আগে কখনো দেখিনি।
এবিষয়ে রেলের বিভাগীয় প্রকৌশলী বীর বলের সাথে মুঠো ফোনে জানতে চাইলে উনি বলেন এই স্লিপার শুধু ওই অফিস থেকে শুধু রেলের স্টাফরাই গ্রহণ করতে পারবে বাইরের কেউ সেখান থেকে নিতে পারবে না এবং স্লিপার বিতরনের সময় দিনের আলোতে, রাতের আধারে স্লিপার অফিস থেকে বের করার নিয়ম নাই।
প্রত্যক্ষদর্শী রকি জানান, আমরা জানি সরকারি এইসব কাজ দিনের বেলাই হয়ে থাকে কিন্তু রাতের বেলাই এভাবে গাড়ি লোড দিতে তো আগে কখনো দেখিনি।
এবিষয়ে রেলের বিভাগীয় প্রকৌশলী বীর বলের সাথে মুঠো ফোনে জানতে চাইলে উনি বলেন এই স্লিপার শুধু ওই অফিস থেকে শুধু রেলের স্টাফরাই গ্রহণ করতে পারবে বাইরের কেউ সেখান থেকে নিতে পারবে না এবং স্লিপার বিতরনের সময় দিনের আলোতে, রাতের আধারে স্লিপার অফিস থেকে বের করার নিয়ম নাই।
এবি//দৈনিক দেশতথ্য//মার্চ ০৯, ২০২২//