Print Date & Time : 17 July 2025 Thursday 8:18 pm

কুষ্টিয়ায় রিভলবার ও গুলিসহ একজন গ্রেফতার

র‌্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া ক্যাম্পের কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লীডার মোহাম্মদ ইলিয়াস খান এর নেতৃত্বে একটি দল গত ৩০ জুন২০২২ তারিখ রাত২২২০ ঘটিকায় ‘‘কুষ্টিয়া জেলার সদর থানার নগরমোহাম্মদপুর গ্রামে’’একটি অভিযান করে। উক্ত অভিযানে ০১টি বিদেশী রিভলবার এবং ০৪ রাউন্ড গুলি সহ মোঃ রোমান আহম্মেদ (২৮), পিতা-মোঃ আবুদাউদ, সাং-রামচন্দ্রপুর, থানা-কুমারখালী, জেলা-কুষ্টিয়াকে গ্রেফতার করা হয়। পরবর্তীতে ধৃত আসামীর বিরুদ্ধে কুষ্টিয়া জেলার সদর থানায় অস্ত্র আইনে একটি মামলা দায়ের করা হয়েছে এবং উদ্ধারকৃত আলামত সহ ধৃত আসামীকে কুষ্টিয়া জেলার সদর থানায় সোপর্দ করা হয়েছে।

এবি//দৈনিক দেশতথ্য//জুলাই ০২,২০২২//