কুষ্টিয়ায় হাসিবুর রহমান রুবেল হত্যার প্রতিবাদ ও খুনিদের গ্রেফতারের দাবীতে কঠোর কর্মসূচি ঘোষনা করা হয়েছে। আজ সর্বস্তরের সাংবাদিকদের একটি প্রতিনিধি দল এই কর্মসূচি ঘোষনা করেছে।
সভায় সর্বসম্মতিক্রমে নেওয়া সিদ্ধান্ত মোতাবেক নিজ নিজ সাংবাদিক সংগঠনের ব্যানারে আগামী ২০শে জুলাই বুধবার সকাল ১১টায় মৌন মিছিল করবে। ২৪ জুলাই রবিবার কুষ্টিয়ার কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে সকাল ১১টা থেকে আমরণ অনশন কর্মসূচি পালন করবে।
কর্মসূচী ঘোষনার জন্য আয়োজিত সভায় উপস্থিত ছিলেন এডিটরস ফোরাম কুষ্টিয়ার সভাপতি মজিবুল শেখ, কুষ্টিয়া প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি নূরুন্নবী বাবু, সহ সভাপতি ডাঃ গোলাম মওলা, কোষাধ্যক্ষ্য লিটন উজ জামান, কুষ্টিয়া প্রেসক্লাবের নির্বাহী সদস্য আব্দুর রাজ্জাক বাচ্চু, সাংবাদিক অধিকার ফোরাম কুষ্টিয়ার সভাপতি ও এডিটরস ফোরাম কুষ্টিয়ার সাধারণ সম্পাদক নুর আলম দুলাল, কুষ্টিয়া প্রেসক্লাব কেপিসি‘র সাধারণ সম্পাদক সোহেল রানা, সহ-সভাপতি মীর আরিফিন বাবু, নির্বাহী সদস্য মিলন উল্ল্যাহ, চ্যানেল ২৪ এর কুষ্টিয়া প্রতিনিধি শরিফ বিশ্বাস।
সভায় উপস্থিত সর্বস্তরের সাংবাদিকদের পক্ষ থেকে কর্মসূচী সফল করতে সাংবাদিক সংগঠনগুলো সদস্যদের নিয়ে ব্যানারসহ উপস্থিত থাকবে।
এবি//দৈনিক দেশতথ্য//জুলাই ১৮,২০২২//