Print Date & Time : 22 August 2025 Friday 2:21 am

কুষ্টিয়ায় রোটারি ক্লাবের মাস্ক বিতরণ

কুষ্টিয়া: রোটারী ক্লাব অব কুষ্টিয়ার  উদ্যোগে ৬ হাজার মাস্ক বিতরণ কর্মসূচির শুরু হয়েছে।

রবিবার দুপুরে কুষ্টিয়া সিভিল সার্জন ও জেলা পুলিশের কাছে এসব মাস্ক বিতরণ করা হয়।

সিভিল সার্জন ডাঃ এএইচএম আনোয়ারুল ইসলাম ও  পুলিশ সুপার খাইরুল আলমের হাতে এসব মাস্ক তুলে দেন রোটারী ক্লাব অব কুষ্টিয়ার নেতৃবৃন্দ।

এসময় উপস্থিত ছিলেন, রোটারিয়ান অজয় সুরেকা লেফটেন্যান্ট গভর্নর, রোটারিয়ান কাজী আলো পাস্ট প্রেসিডেন্ট, রোটারিয়ান এ্যাডঃ মোসাদ্দেক আলী মনি প্রেসিডেন্ট নোমেনী,রোটারিয়ান বিশ্বজিৎ সাহা সন্টু,রোটারিয়ান জাহিদুল ইসলাম রনি সেক্রেটারী, রোটারিয়ান তানভির, রোটারিয়ান রোকনুজ্জামান নান্টু, রোটারিয়ান ফামিদা জামান বর্নি রোটারিয়ান এম ডি আনোয়ার হোসেন।

উল্লেখ্য, চলমান  বৈশ্বিক মরণঘাতী করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে রোটারী ক্লাব অব কুষ্টিয়ার উদ্যোগে বিপুল পরিমাণ মাস্ক এ জেলায় বিতরণ করা হয়েছে। এছাড়াও অক্সিজেন সিলিন্ডার, হাইফ্লু ন্যাজেল ক্যানেলা, গার্বেজ ব্যাগসহ পিপিইসহ চিকিৎসা সরঞ্জামাদী বিতরণের জন্য দেওয়া হয়েছে।

দৈনিক দেশতথ্য//এল//