কুষ্টিয়ায় রোটারি ক্লাব অব কুষ্টিয়া ওয়েস্টের নিয়মিত সাপ্তাহিক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৬ ডিসেম্বর) দুপুরের দিকে কুষ্টিয়া শহরের প্রাণকেন্দ্র থানার মোড়ে অবস্থিত জন্স পার্ক রেস্টুরেন্টে এ সভা অনুষ্ঠিত হয়েছে।
রোটারি ক্লাব অব কুষ্টিয়া ওয়েস্টের সভাপতি রোটারিয়ান কে এম জামিলের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক রোটারিয়ান সাইফুল রহমান সাগরের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন – রোটারি ক্লাব অব কুষ্টিয়ার সাবেক সভাপতি রোটারিয়ান জাহাঙ্গীর হোসেন, সাবেক সভাপতি রোটারিয়ান জিল্লুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক রোটারিয়ান তারিকুল হক তারিক, সাবেক সভাপতি রোটারিয়ান প্রকৌশলী সাইফুল আলম, সাবেক সভাপতি রোটারিয়ান মাসুদ পারভেজ রাসেল, সাবেক সভাপতি রোটারিয়ান জাহিদুল ইসলাম জাহিদ, সাবেক সাধারণ সম্পাদক রোটারিয়ান ইমরান খান রকি, রোটারিয়ান ডা. মোস্তাফিজুর রহমান দিনার প্রমুখ।
খালিদ সাইফুল // দৈনিক দেশতথ্য // ২৬ ডিসেম্বর ২০২৩