নিজস্ব প্রতিবেদক : কুষ্টিয়ায় র্যাবের অভিযানে ৭২০ বোতল ফেনসিডিল সহ ০১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার করা হয়েছে ।
র্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লীডার মোহাম্মদ ইলিয়াস খান এর নেতৃত্বে ০২ সেপ্টেম্বর ২০২৪ তারিখ ভোর ০৫:১০ ঘটিকার সময় ‘‘কুষ্টিয়া জেলার দৌলতপুর থানাধীন মহিষকুন্ডি গ্রামে’’ একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে।
উক্ত অভিযানে একটি নোয়া মাইক্রোবাসের ভেতর হতে ৭২০ বোতল ফেনসিডিল, যাহার মূল্য আনুমানিক ২১,৬০,০০০/- টাকা এবং নগদ ১৭,০০০/- টাকা সহ মোঃ আরিফুল ইসলাম (৩৫), পিতা-মোঃ লিয়াকত আলী, সাং-পাকুড়িয়া, থানা-দৌলতপুর, জেলা-কুষ্টিয়া’কে গ্রেফতার করা হয়।
পরবর্তীতে ধৃত আসামির বিরুদ্ধে কুষ্টিয়া জেলার দৌলতপুর থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে এবং উদ্ধারকৃত আলামত সহ আসামিকে থানায় সোপর্দ করা হয়েছে।
খালিদ সাইফুল, দৈনিক দেশতথ্য, ২ সেপ্টেম্বর ২০২৪

Discussion about this post