র্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া ক্যাম্পের কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লীডার মোহাম্মদ ইলিয়াস খান এর নেতৃত্বে একটি আভিযানিক দল গত ২৩ আগষ্ট ২০২২ দুপুরে কুষ্টিয়া সদর থানার ম. আ. রহিম সড়ক, হাউজিং এষ্টেট, কুষ্টিয়া এলাকা হতে এজাহারনামীয় ০৩ জন পলাতক আসামীকে গ্রেফতার করেছে।
গত ১৭ আগষ্ট ২০২২ তারিখ খোকসা উপজেলা আওয়ামীলীগ সহ অন্যান্য সংগঠনের উদ্যোগে ২০০৫ সালে সারা দেশে সিরিজ বোমা হামলার প্রতিবাদে আয়োজিত র্যালি চলাকালে ধৃত অভিযুক্ত আসামীগণসহ অন্যান্য অভিযুক্ত আসামীরা উক্ত র্যালিতে অংশগ্রহনকারীদের লক্ষ করে এলোপাতাড়ী গুলি বর্ষণ করে এবং দেশীয় অস্ত্র দিয়ে র্যালিতে থাকা লোকজনদের গুরুতর রক্তাক্ত জখম করে এবং বসতবাড়ি ভাঙচুর করে।
গ্রেফতারকৃত অভিযুক্ত ১) মোঃ সামিরুল মন্ডল (৩৫), পিতা-মোঃ সামসুদ্দীন মন্ডল @ কাটে মন্ডল, ২) মোঃ ফারুক হোসেন(৩২), পিতা-মোঃ করিম শেখ এবং ৩) আব্দুল্লাহ আল মামুন পাপ্পু(৩২), পিতা-মোঃ ওয়াজেদ আলী, সর্ব সাং-ওসমানপুর, থানা-খোকসা, জেলা-কুষ্টিয়াদের কুষ্টিয়া জেলার খোকসা থানায় হস্তান্তর করা হয়েছে।
এবি//দৈনিক দেশতথ্য//আগস্ট ২৪,২০২২//