Print Date & Time : 23 August 2025 Saturday 4:21 am

কুষ্টিয়ায় র‌্যাবের অভিযানে মাদক ব্যবসায়ী গ্রেফতার

র‌্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া ক্যাম্পের কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লীডার মোহাম্মদ ইলিয়াস খান এর নেতৃত্বে একটি আভিযানিক দল ৬ সেপ্টেম্বর রাত ০৮:২৫ মিনিটের সময় কুষ্টিয়া জেলার দৌলতপুর থানার প্রাগপুর বড় মসজিদপাড়া গ্রামে একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে।

উক্ত অভিযানে ৪২ বোতল ফেনসিডিল (আনুমানিক মূল্য ৪২ হাজার টাকা) সহ মোঃ শামীম রেজা(৪৫), পিতা-মৃত ইসমাইল হোসেন, সাং-প্রাগপুর (বড় মসজিদপাড়া), থানা-দৌলতপুর, জেলা-কুষ্টিয়াকে গ্রেফতার করা হয়।

পরবর্তীতে ধৃত আসামীর বিরুদ্ধে কুষ্টিয়া জেলার দৌলতপুর থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। উদ্ধারকৃত আলামতসহ ধৃত আসামীকে দৌলতপুর থানায় সোপর্দ করা হয়েছে।

রাজা/দৈনিক দেশ তথ্য//সেপ্টেম্বর ০৬,২০২২//