Print Date & Time : 2 July 2025 Wednesday 4:18 pm

কুষ্টিয়ায় র‌্যাবের অভিযানে গাঁজার গাছ সহ ০১ জন আটক

: র‌্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া ক্যাম্পের কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লীডার মোহাম্মদ ইলিয়াস খান এর নেতৃত্বে একটি দল ০৭ সেপ্টেম্বর বিকাল ০৩:২৫ ঘটিকার সময় ‘‘কুষ্টিয়া জেলার মিরপুর থানাধীন বারইপাড়া রায়পাড়া গ্রামে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে।

উক্ত অভিযানে ০৪ (চার) টি গাঁজার গাছ, যাহার ওজন ০৪ কেজি সহ ০১ জন আসামী শ্রী উত্তম কুমার রায়(৪৫), পিতা-শ্রী অজিত রায়, সাং-বারইপাড়া (রায়পাড়া), থানা-মিরপুর, জেলা-কুষ্টিয়া’কে গ্রেফতার করা হয়। পরবর্তীতে ধৃত আসামীর বিরুদ্ধে কুষ্টিয়া জেলার মিরপুর থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে এবং উদ্ধারকৃত আলামতসহ ধৃত আসামীকে কুষ্টিয়া জেলার মিরপুর থানায় সোপর্দ করা হয়েছে। উল্লেখ্য যে, এই ধরণের মাদক বিরোধী অভিযান অব্যাহত রেখে মাদকমুক্ত সোনার বাংলা গঠনে র‌্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া বদ্ধপরিকর। র‌্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া’কে তথ্য দিন, মাদক, অস্ত্র ও জঙ্গীমুক্ত বাংলাদেশ গঠনে অংশ নিন।           

 রাজা/দৈনিক দেশ তথ্য//সেপ্টেম্বর ০৭,২০২২//