
স্কোয়াড্রন লীডার মোহাম্মদ ইলিয়াস খানের পাঠানো প্রেসবিজ্ঞপ্তিতে জানানো হয়েছে র্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া ক্যাম্পের একটি আভিযানিক দল ১ ফেব্রুয়ারী রাত ৯ টার সময় একেটি অভিযান করেছে। ওই অভিযানিক দল কুষ্টিয়া জেলার দৌলতপুর থানার মহিষকুন্ডি (মাঠপাড়া) গ্রাম থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগজিন এবং এক রাউন্ড গুলি পরিত্যাক্ত অবস্থায় উদ্ধার করেছে।
উদ্ধারকৃত অস্ত্র, ম্যাগজিন ও গুলি কুষ্টিয়া জেলার দৌলতপুর থানায় হস্তান্তর করা হয়েছে।