র্যাব-১২, সিপিসি-১ এর কুষ্টিয়া ক্যাম্পের একটি দল ১৩ ফেব্রুয়ারী বিকাল ৩ টা থেকে বিকেল ৪.৩০ মি: পর্যন্ত মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেছে। ওই অভিযানে ছিলেন কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লীডার মোহাম্মদ ইলিয়াস খান এবং সুচন্দন মন্ডল, সহকারী পরিচালক, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর, কুষ্টিয়া। তারা কুষ্টিয়া সদর থানার জগতির শাহপাড়া গ্রামে মিম ফুড প্রোডাক্টস নামের একটি প্রতিষ্ঠানে যায়। সেখানে অস্বাস্থ্যকর পরিবেশে শিশু খাদ্য উৎপাদনের অভিযোগে মালিক মোঃ জানে আলম (৪০), পিতা-ভেটকু মিয়া, সাং- জগতি শাহপাড়া, থানা-সদর, জেলা-কুষ্টিয়া’কে ১০,০০০/-(দশ হাজার) টাকা এবং মা ফুড প্রোডাক্টস এর মালিক মোঃ মতিয়ার রহমান (৪২), পিতা- মৃত আব্দুল মান্নান শাহ, সাং- জগতি শাহ পাড়া, থানা- সদর, জেলা-কুষ্টিয়া’কে ২০,০০০/- (বিশ হাজার) টাকা জরিমানা করেন। মোবাইল কোর্ট অভিযোগ নং-৪১, ৪২/২০২২, তারিখ- ১৩/০২/২০২২ খ্রিঃ।

Discussion about this post