Print Date & Time : 22 August 2025 Friday 7:20 am

কুষ্টিয়ায় র‌্যাবের অভিযানে একজন গ্রেফতার

র‌্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া ক্যাম্পের একটি আভিযানিক দল ০৯ মার্চ ২০২২ ইং তারিখ বিকাল ০৫:০৫ ঘটিকার সময় ‘‘কুষ্টিয়া জেলার খোকসা থানাধীন বিলজানি বাজারস্থ খান মেডিসিন কর্ণার এর সামনে পাকা রাস্তার উপর একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে ইয়াবা ৪৮৫ পিছ, যাহার আনুমানিক মূল্য-২,৪২,৫০০/- (দুই লক্ষ বিয়াল্লিশ হাজার পাঁচশত) টাকা, মোবাইল ফোন-০১টি, সীম-০২টি এবং নগদ ২৯০/-টাকা সহ ০১ জন আসামী মোঃ কামাল হোসেন (৩০), পিতা-মোঃ আসলাম হোসেন, সাং-পাংশাচরপাড়া, থানা-পাংশা, জেলা-রাজবাড়ীকে গ্রেফতার করে। পরবর্তীতে ধৃত আসামীর বিরুদ্ধে কুষ্টিয়া জেলার খোকসা থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে এবং উদ্ধারকৃত আলামতসহ আসামীকে খোকসা থানায় সোপর্দ করা হয়েছে। উল্লেখ্য যে, এই ধরণের মাদক বিরোধী অভিযান অব্যাহত রেখে মাদকমুক্ত সোনার বাংলা গঠনে র‌্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া বদ্ধপরিকর। র‌্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া’কে তথ্য দিন, মাদক, অস্ত্র ও জঙ্গীমুক্ত বাংলাদেশ গঠনে অংশ নিন। 

এবি//দৈনিক দেশতথ্য//মার্চ ০৯, ২০২২//