Print Date & Time : 5 July 2025 Saturday 9:43 pm

কুষ্টিয়ায় র‌্যাবের হাতে ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

র‌্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া ক্যাম্পের একটি দল গত ৩১ মার্চ/২০২২ বিকাল ১৫:২৫ ঘটিকার সময় ‘‘কুষ্টিয়া জেলার কুমারখালী থানাধীন লাহিনীপাড়া গ্রামস্থ গড়াই নদী টোল প্লাজার সামনে পাকা রাস্তার উপর’’ একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে ০২ কেজি ১০০ গ্রাম গাঁজা, যাহার মূল্য আনুমানিক-৪২,০০০/- (বিয়াল্লিশ হাজার) টাকা, ০২টি মোবাইল ফোন, ০২টি সিম এবং নগদ ১৩৩০/- টাকা সহ ০২ জন আসামী ১। সুজন মন্ডল (২০), পিতা- মান্নান মন্ডল ২। মোঃ জিয়াউর বিশ্বাস (৩৫), পিতা-আনছার বিশ্বাস, উভয় সাং-বাহিরমাদি, থানা-দৌলতপুর, জেলা-কুষ্টিয়াকে গ্রেফতার করা হয়।

পরবর্তীতে তাদের বিরুদ্ধে কুমারখালী থানায় মাদক আইনে মামলা করা হয়েছে। উদ্ধারকৃত আলামতসহ ধৃত আসামীদেরকে কুমারখালী থানায় সোপর্দ করা হয়েছে।

এবি//দৈনিক দেশতথ্য//৩১ মার্চ, ২০২২//