কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়া শহরের প্রাণকেন্দ্র পাঁচ রাস্তার মোড়স্থ কাদেরী সুপার মার্কেটে দেশের শীর্ষস্থানীয় ওষুধ বিপনন প্রতিষ্ঠান লাজ ফার্মা’র আউট লেট উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার বিকেলে দোয়া মাহফিল শেষে ফিতা কেটে অন্যতম এই ওষুধ বিক্রয় কেন্দের উদ্বোধনে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেমিষ্ট এন্ড ড্রাগিষ্ট সমিতি বৃহত্তর কুষ্টিয়া ও খুলনা বিভাগীয় সভাপতি বীর মুক্তিযোদ্ধা রফিকুল আলম টুকু, ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাব কুষ্টিয়ার সভাপতি ডা: ফজলুল হক, বিশিষ্ট লেখক ও জ্যেষ্ঠ সাংবাদিক দৈনিক বাংলাদেশ বার্তার প্রকাশক সম্পাদক আব্দুর রশিদ চৌধুরী, কুষ্টিয়া জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও এডিটরস ফোরামের সভাপতি মজিবুল সেখ, বণিক সমিতি কুষ্টিয়ার পরিচালক এসএম কাদেরী শাকিল, ব্যবসায়ী নেতা মুরাদ চৌধুরী প্রমুখ।
এসময় দোয়া মাহফিল পরিচালনা করেন আশরাফুল উলুম মাদ্রাসার অধ্যক্ষ হাজি আবু দাউদ।
এসময় প্রতিষ্ঠানের স্বত্ত্বাধিকার শামসুজ্জামান লোটাস বলেন, প্রকৃতপক্ষে নকল ও ভেজালমুক্ত ওষুধ বিক্রয় প্রতিষ্ঠানও স্বাস্থ্য সেবা নিশ্চিতে এক অত্যাবশ্যক অনুষঙ্গ। এই মূলমন্ত্রকে ধারণ করে কুষ্টিয়ায় যাত্রা শুরু করলো লাজ ফার্মার ওষুধ বিক্রয় কেন্দ্র’।
আশা করি হয়রানি ও ভোগান্তিমুক্ত মনোরম পরিবেশে সেবা গ্রহিতারা তাদের কাঙ্খিত সেবা এখান থেকে পাবেন।

Discussion about this post