Print Date & Time : 21 July 2025 Monday 8:42 pm

কুষ্টিয়ায় লাহরী খানের মৃত্যুবার্ষিকী পালিত

গতকাল মঙ্গলবার কুষ্টিয়ার কৃতি সন্তান, বিশিষ্ট রাজনীতিবিদ, জাতীয় পার্টি (কাজী জাফর) এর সাবেক মহাসচিব, একাধিকবার নির্বাচিত কুষ্টিয়া সদর উপজেলার সাবেক চেয়ারম্যান জাফর উল্লাহ খান চৌধুরী লাহরী এর ২য় মৃত্যু বার্ষিকী পালিত হয়েছে।

জাতীয় পার্টি (কাজী জাফর) কুষ্টিয়া জেলা শাখার আয়োজনে জাফর উল্লাহ খান চৌধুরীর দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে মঙ্গলবার বাদ আসর কুষ্টিয়া কোর্ট স্টেশন জামে মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত দোয়া অনুষ্ঠানে মরহুমের আত্মার মাগফেরাত কামনা করা হয়। উক্ত দোয়া অনুষ্ঠানে মরহুমের আত্মীয়বর্গ, গুনগ্রাহী, রাজনৈতিক সহকর্মীসহ কুষ্টিয়ার বিভিন্ন স্তরের মানুষ উপস্থিত ছিলেন।
এছাড়াও উপস্থিত ছিলেন, জাতীয় পার্টি (কাজী জাফর) কুষ্টিয়া জেলা শাখার সভাপতি জাহাঙ্গীর হাফিজ লালু, সাধারণ সম্পাদক আজমত আলী খান মনি, সাংগঠনিক সম্পাদক আরিফ খান চৌধুরী, যুব সংহতির আহ্বায়ক শেখ ইউসুফ রেজা রানা, মিরপুর উপজেলা জাতীয় পার্টি (কাজী জাফর) সভাপতি মোজাম্মেল হক, সাধারণ সম্পাদক শাহাবুল ইসলাম  এবং যুগ্ম সম্পাদক মুজিবুল হক খান প্রমুখ।

এবি//দৈনিক দেশতথ্য//অক্টোবর ৩১,২০২৩//