Print Date & Time : 3 July 2025 Thursday 11:10 pm

কুষ্টিয়ায় শহীদ স্মরণে প্রদীপ প্রজ্জ্বলন

কুষ্টিয়ায় সম্মিলিত সাংস্কৃতিক জোটের উদ্যোগে বিজয় উল্লাস চত্বরে ২৫ শে মার্চ কাল রাতের গণহত্যায় শহীদদের স্মরণে প্রদীপ প্রজ্জ্বলন ও স্মরণ সভা করা হয়েছে। শুক্রবার (২৫ মার্চ) সন্ধা ৭ টায় সম্মিলিত সাংস্কৃতিক জোট, কুষ্টিয়ার চেয়ারম্যান, বিশিষ্ট লেখক ও গবেষক ড. আমানুর আমান এর সভাপতিত্বে ভার্চুয়ালি যুক্ত প্রধান অতিথি হিসেবে বক্তব্যদেন বীর মুক্তিযোদ্ধা  কুষ্টিয়া পৌর মেয়র আনোয়ার আলী।

প্রধান আলোচক হিসেবে ২৫শে মার্চের কাল রাতের স্মৃতিচারণ করেন বীর মুক্তিযোদ্ধা ও কুষ্টিয়া জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম। আলোচক  হিসেবে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা কাইয়ুম নাজার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুষ্টিয়া জেলা শিল্পকলা একাডেমির যুগ্ম সম্পাদক ও সম্মিলিত সাংস্কৃতিক জোট কুষ্টিয়ার সাধারণ সম্পাদক শাহীন সরকার, সম্মিলিত সামাজিক জোট কুষ্টিয়ার সিনিয়র সংগঠক ও মানুষ মানুষের জন্যের সভাপতি শাহাবুদ্দিন মিলন,  কুষ্টিয়া বার্ড ক্লাবের সভাপতি এস আই সোহেল।
সম্মিলিত সাংস্কৃতিক জোট, কুষ্টিয়ার  সিনিয়র সংগঠক ও ডিবেট ফর ডেভেলপমেন্ট বাংলাদেশের মহাসচিব এস. এম. শামীম রানার সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন সম্মিলিত সাংস্কৃতিক জোট কুষ্টিয়ার সমন্বয়ক ও বাংলাদেশ চলচ্চিত্র পর্ষদের আইন সম্পাদক অ্যাডভোকেট মোঃ মুহাইমিনুর রহমান পলল।

উক্ত আলোচনা সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্রলীগ, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক উপ তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক, যুবনেতা তুহিন খান, সেন্টার ফর রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট এর প্রতিনিধি শাহাবউদ্দিন শেখ, জোটের সংগঠক ও স্বপ্ন প্রয়াস যুব সংস্থার সভাপতি সাদিক হাসান রোহিদ, তামিমুর রহমান তামিম, বট ছায়ার সভাপতি ইলিয়াস আহম্মেদ জুবায়ের, যুগ্ম সাধারণ সম্পাদক শোভন আহমেদ, সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার জারিফ, কুষ্টিয়া নারী উক্তোদা (কুনাউ) এর প্রতিষ্ঠাতা খাইরুল বাসার তৌহিদ, ডিবেট ফর ডেভেলপমেন্ট বাংলাদেশের তানভীর আহমেদ, শুভ আহমেদ ও আবুজার।

ব্লাড ডোনেশন আর্মি কুষ্টিয়া শাখার সমন্বয়ক ওমর ফারুক, সামাজিক সংগঠন কালপুরুষের যুগ্ম আহবায়ক শিমুল বিশ্বাস, স্বপন হোসেন, অপু হুসেন, হিমু পরিবহন কুষ্টিয়ার সংগঠক মোঃ মাহফুজার রহমান ও মোঃ সোহান আলী, ইয়ুথ পাওয়ার কমিউনিটি সংগঠক তাসিনসহ জোটের অন্তর্ভুক্ত সংগঠনগুলোর সংগঠকবৃন্দ।

এবি//দৈনিক দেশতথ্য//২৬ মার্চ, ২০২২//