কুষ্টিয়া সদর উপজেলা ই,বি থানার ঝাউদিয়া ইউনিয়নে সংঘর্ষ (কাইজা) বন্ধে ও এলাকার শান্তিশৃঙ্খলা বজায় রাখতে দেশীয় অস্ত্র জমা দিয়েছেন গ্রামবাসী।
শনিবার (১৬ জুলাই ) কুষ্টিয়া সদর উপজেলার ই,বি থানার ঝাউদিয়া ইউনিয়ন এর বিভিন্ন গ্রামের লোকজন তাদের ব্যবহৃত দেশীয় অস্ত্র, ঢাল,ফালা, সরকি, বাকি, হাসুয়া সহ বিভিন্ন দেশীয় অস্ত্র ঝাউদিয়া বাজার মাধ্যমিক বিদ্যালয় মাঠে এসে পুলিশের কাছে জমা দেন।গত রমজানে মাসে ইবি থানার আস্তানগর গ্রামে দুই গ্রুপের সংঘর্ষ প্রান হারায় তরতাজা ৪ টি প্রাণ।ঝাউদিয়া ইউনিয়নবাসীকে কঠর হুসিয়ারি দিলেন পুলিশ প্রশাসন।
ঝাউদিয়া ইউনিয়নের ঝাউদিয়া বাজার হাইস্কুল মাঠে শান্তি শৃংখলা রক্ষার্থে সমাবেশ অনুষ্টানে প্রধান অতিথী হিসেবে উপস্থিথ ছিলেন মোঃ খায়রুল আলম, পুলিশ সুপার, কুষ্টিয়া। প্রধান বক্তা মোঃ আতাউর রহমান আতা,চেয়ারম্যান উপজেলা পরিষদ, কুষ্টিয়া ও সাধারণ সম্পাদক শহর আওয়ামিলীগ, কুষ্টিয়া। বিশেষ অতিথি অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন ও অর্থ) রাজিবুল ইসলাম, সহকারী পুলিশ সুপার আজমল হোসেন। সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রেজাউল হক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইবি থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান রতন।
আর//দৈনিক দেশথ্যত//১৬ জুলাই-২০২২//

Discussion about this post