Print Date & Time : 12 May 2025 Monday 10:36 am

কুষ্টিয়ায় শারদীয় সাংস্কৃতিক সন্ধ্যা

কুষ্টিয়ায় মহা অষ্টমী উপলক্ষে শারদীয় সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল সোমবার রাত ৯টার দিকে শহরের রথখোলা মোড় শ্রী শ্রী গোপীনাথ জিউর মন্দিরে

জেলার বিভিন্ন শিল্পীগোষ্ঠীর সদস্যরা এ শারদীয় সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন,  বাংলাদেশ আওয়ামী লীগের দেশবরেণ্য নেতা ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ঘনিষ্ঠ সহচর ব্যারিষ্টার আমিরুল ইসলাম। 

এসময় সেখানে উপস্থিত ছিলেন, কুষ্টিয়ার জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল ইসলাম, পুলিশ সুপার খাইরুল আলম, কুষ্টিয়ার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সিরাজুল ইসলাম, জেলা ও দায়রা জজ আদালতের (পিপি) অনুপ কুমার নন্দী, কুষ্টিয়া প্রেসক্লাবের সহ-সভাপতি ডাক্তার গোলাম মওলা প্রমুখ। এছাড়াও মন্দির কমিটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

বিভিন্ন শিল্পীগোষ্ঠীর সংগীত অনুষ্ঠানের বাইরে চলে ভিন্ন আমেজের পরিবেশনা। সেই পরিবেশনায় মুগ্ধ হন মন্দিরভর্তি দর্শক-শ্রোতা।

এবি//দৈনিক দেশতথ্য//অক্টোবর ০৪,২০২২//