কুষ্টিয়া: কুষ্টিয়া ইন্সটিটিউট অব সায়েন্স এন্ড টেকনোলজি (KIST) এবং কুষ্টিয়া হাজী আবুল হোসেন ইন্সটিটিউট অব টেকনোলজি (K-HABHIT) এর সাফল্যের ১৮বছর পেরিয়ে শিক্ষার্থীদের নবীন বরণ, প্রবীণ বিদায় ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকালে কুষ্টিয়া জেলা শিল্পকলা একাডেমিতে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া ইসলামিয়া কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ হাবিবুল ইসলাম।
কুষ্টিয়া হাজী আবুল হোসেন ইন্সটিটিউট অব টেকনোলজির অধ্যক্ষ বীর মুক্তিযোদ্ধা প্রফেসর মোহাঃ শফিকুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া ইসলামিয়া কলেজের উপাধ্যক্ষ
প্রফেসর মোঃ আতাহার আলী,
কুষ্টিয়া ইন্সটিটিউট অব সায়েন্স এন্ড টেকনোলজির অধ্যক্ষ ইঞ্জিনিয়ার মোঃ শাহজাহান আলী, বিশিষ্ট সমাজসেবীকা কুমকুম রহমান, বিভাগীয় প্রধান মনোরুবা রহমান, ভাইস প্রিন্সিপাল রাশেদুল হাসান, হুমায়ুন কবির, সোহেলী আক্তার, অপু সেন, রুমি খাতুন, মুজাহিদসহ অন্যান্যরা।
শিক্ষার্থীদের উদ্দেশ্যে অতিথিরা তাদের বক্তব্যে বলেন,
জীবনের প্রতিটি নতুন অধ্যায় নতুন সম্ভাবনা নিয়ে আসে। এই শিক্ষা প্রতিষ্ঠানে তোমাদের আসার মূল লক্ষ্য শুধু ভালো ফলাফল অর্জন করা নয়; এর বাইরেও আরও অনেক কিছু শিক্ষা তোমাদের তৈরি করবে একজন দায়িত্বশীল, নৈতিক এবং দক্ষ নাগরিক হিসেবে। তোমাদের মনে রাখতে হবে, এই শিক্ষাজীবন এমন একটি সময়, যা তোমাদের ভবিষ্যতের ভিত্তি স্থাপন করবে।
বক্তারা আরও বলেন, তোমাদের প্রথম লক্ষ্য হওয়া উচিত জ্ঞান অর্জন করা। দ্বিতীয় লক্ষ্য হওয়া উচিত সৃজনশীল চিন্তা করা। এবং তৃতীয় লক্ষ্য হওয়া উচিত মানবিক মূল্যবোধে উজ্জীবিত হওয়া।
উক্ত অনুষ্ঠানে নবীনদের বরণ এবং প্রবীণদের বিদায়ের পাশাপাশি ২০২৫ সালের বোর্ড পরীক্ষায় জিপিএ ৪ এ ৪ প্রাপ্ত সকল মেধাবী ও কৃতি শিক্ষার্থীদের মাঝে সম্মাননা পুরষ্কার তুলে দেয়া হয়।
পরিশেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।

Discussion about this post