এম হাফিজ : কুষ্টিয়ার খোকসায় সড়ক দূর্ঘটনায় ৪ শিশুর মৃত্যুর ঘটনায় পলাতক মাইক্রোবাস চালককে গ্রেপ্তার করেছে র্যাব-১২।
মঙ্গলবার (৮ অক্টোবর) রাত সাড়ে ১১ টার দিকে মেহেরপুরর গাংনী থানাধীন ঈদগাহপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার চালক মোঃ কাবের আলী (২৮) চুয়াডাঙ্গার আলমডাঙ্গার আমতৈল এলাকার মোঃ সারোয়ার উদ্দিনের ছেলে।
বুধবার (৯ অক্টোবর) র্যাব-১২ এর অফিসের প্রেস ব্রিফিংয় সাংবাদিকদের এ তথ্য জানানো হয়েছে।
উল্লেখ্য, এর আগে গত ২৯ সেপ্টেম্বর সকালে কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক সড়কের খোকসা শিমুলিয়ায় স্থানীয় মক্তব থেকে কোরআন পড়া শেষে বাড়ি ফেরার সময় ৫ কিশোরীকে চাপা দিয়ে মাইক্রো চালক কাবের পালিয়ে যায় ” ঘটনাস্থলেই মিম খাতুন (১২) নামের একজন নিহত হয়। তানজিলা আক্তার (১৪), মারিয়া খাতুন (১১) ও যুথী খাতুন (৯) হাসপাতালে মারা যান।
আর ফাতেমা খাতুন (৯) আহতাবস্থায় এখনো চিকিৎসা নিচ্ছে। এ ঘটনায় কুষ্টিয়া হাইওয়ে পুলিশের এএসআই মশিউর রহমান খোকসা থানায় মামলা (নং ১০) করেন। সড়ক পরিবহন আইন-২০১৮ এর ৯৮, ১০৫ ধারায় দ্রুত গাড়ী চালিয়ে দুর্ঘটনা সৃষ্টির অভিযোগ আনা হয় চালক কাবেরের বিরুদ্ধে।
এক সঙ্গে ৪ শিশুর সড়ক দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যুর সংবাদ প্রিন্ট, ইলেক্ট্রনিক ও অনলাইন মিডিয়ায় প্রকাশিত হলে দেশব্যাপী ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। পলাতক ঘাতক মাইক্রোবাস চালককে গ্রেপ্তারে গোয়েন্দা নজরদারি শুরু করে র্যাব।
এরই ধারাবাহিকতায় র্যাব সদর দপ্তরের গোয়েন্দা শাখার সহযোগিতায় সিপিসি-১ (কুষ্টিয়া), র্যাব-১২ এর একটি আভিযানিক দল গত ৮ অক্টোবর রাত সাড়ে ১১টায় মেহেরপুর জেলার গাংনী থানাধীন ঈদগাহপাড়া এলাকা থেকে পলাতক আলীকে গ্রেপ্তার করে।
এ বিষয়ে র্যাব-১২ থেকে জানানো হয়েছে, গ্রেপ্তারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য চৌড়হাস হাইওয়ে থানায় হস্তান্তর করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

Discussion about this post