কুষ্টিয়ায় বছরের প্রথম দিন বসুন্ধরা শুভসংঘ স্কুলে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়া হয়েছে। সোমবার (১ জানুয়ারি) কুষ্টিয়া শহরের ছয় রাস্তার মোড় এলাকায় বসুন্ধরা শুভসংঘ স্কুল প্রাঙ্গণে প্রাক প্রাথমিক, প্রথম শ্রেণি ও দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীদের মাঝে নতুন পাঠ্যপুস্তক বিতরণ করা হয়।
শিশু শিক্ষার্থীরা নতুন বই হাতে পেয়ে খুশিতে আত্মহারা হয়ে ওঠে। বই উৎসবে আনন্দে মাতোয়ারা হয়ে ওঠে সবাই।
কুষ্টিয়া জেলা প্রেসক্লাবের সভাপতি, কালের কণ্ঠের নিজস্ব প্রতিবেদক ও শুভসংঘের উপদেষ্টা তারিকুল হক তারিক শিক্ষার্থীদের হাতে নতুন পাঠ্যপুস্তক তুলে দেন। প্রাক প্রাথমিক, প্রথম শ্রেণি ও দ্বিতীয় শ্রেণির ৬০ জন শিক্ষার্থীদের মাঝে নতুন পাঠ্যপুস্তক বিতরণ করা হয়।
এসময় শিক্ষার্থীদের অভিভাবক, শুভসংঘের সাধারণ সম্পাদক কাকলী খাতুন সহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
অভিভাবকরা জানান, কোমলমতি শিক্ষার্থীদের শিক্ষার আলোয় আলোকিত করতে বসুন্ধরা শুভসংঘ যে উদ্যোগ নিয়েছে তা খুবই প্রশংসনীয়। নিঃস্বার্থ এমন উদ্যোগ খুব বিরল। বসুন্ধরা শুভসংঘের স্কুলের শিশুরা নতুন বই পেয়ে যে আনন্দ পেয়েছে তা আমাদেরকেও আনন্দিত করেছে।
খালিদ সাইফুল // দৈনিক দেশতথ্য // ২ জানুয়ারি ২০২৪

Discussion about this post