Print Date & Time : 2 August 2025 Saturday 5:13 pm

কুষ্টিয়ায় শুরু হয়েছে তিনদিনের লাঠিখেলা উৎসব

নিজস্ব প্রতিবেদক: কুষ্টিয়ায় শুরু হয়েছে তিনদিন ব্যপি গ্রামীন ঐতিহ্যবাহী লাঠিখেলা। লাঠিয়াল ওস্তাদ ভাই লাঠিখেলা উৎসব ও লোকজ এ মেলার আয়োজন করেছে বাংলাদেশ লাঠিয়াল বাহিনী।

বুধবার (০৮ ফেব্রুয়ারি) বেলা ৩টায় শুরু হওয়া কুষ্টিয়া সরকারী কলেজ মাঠে তিনদিনের এ গ্রামীন খেলা চলবে ১০ ফেব্রয়ারি শনিবার পর্যন্ত।

লাঠিখেলায় আনুষ্ঠানিক উদ্বোধন করেন কুষ্টিয়া সরকারী কলেজের অধ্যক্ষ অধ্যাপক শিশির কুমার রায়।

তিনদিনের এ আয়োজনে দিনব্যাপি লাঠিখেলার পাশাপাশি চলছে গ্রামীন মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানও।

দেশের বিভিন্ন এলাকা থেকে এবারে এ লাঠিখেলায় ২৬টি লাঠিয়াল দল অংশগ্রহণ করছেন। এ খেলায় ৩৭৮জন পুরুষ ও নারী লাঠিয়ালরা তাদের লাঠিখেলার কসরত প্রদর্শন করবেন বলে জানিয়েছেন আয়োজক কমিটি।

বাংলাদেশ লাঠিয়াল বাহিনীর সাধারন সম্পাদক আব্দুল্লাহ আল মামুন তাজু জানান, লাঠিখেলা গ্রাম বাংলার ঐতিহ্যের একটি প্রতিক। বাংলাদেশ লাঠিয়াল বাহিনী এখনো তাদের ঐতিহ্য ধরে রেখেছে। কুষ্টিয়ায় ওস্তাদ ভাই লাঠিখেলা উৎসব ও লোকজ এ মেলার আয়োজনের মধ্য দিয়ে নতুন প্রজন্মকে এ ঐতিহ্য ধরে রাখা এবং লাঠিখেলা সর্ম্পকে ধারণা দেওয়া।

তিনি আরো জানান, ইতিমধ্যে দেশের বিভিন্ন এলাকা থেকে লাঠিলাল দল এবং দর্শকরা আসছেন এই উৎসবে। আগামী শনিবার রাত ১০টায় এ খেলার আনুষ্ঠানিক সমাপ্তি হবে।

খালিদ সাইফুল, দৈনিক দেশতথ্য, ৯ ফেব্রুয়ারি ২০২৪