কুষ্টিয়া পুলিশের পক্ষ থেকে শহিদ ক্যাপ্টেন শেখ কামাল এর ৭৩তম জন্মবার্ষিকী পালন করা হয়েছে। এ উপলক্ষ্যে কালেক্টরেট চত্ত্বরে বীর মুক্তিযোদ্ধা শহিদ ক্যাপ্টেন শেখ কামাল এর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন কুষ্টিয়ার পুলিশ সুপারসহ জেলা পুলিশের অন্যান্য পদমর্যাদার পুলিশ সদস্যরা। একই সাথে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
কুষ্টিয়ার জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল ইসলাম, পুলিশ সুপার মো: খাইরুল আলমসহ কুষ্টিয়ার অন্যান্য গণ্যমান্য ব্যক্তিগণ বৃক্ষ রোপণ করেন। উপস্থিত লোকজনদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার, প্রশাসন ও অপরাধ (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত), মোঃ ফরহাদ হোসেন খাঁন অতিরিক্ত পুলিশ সুপার (জেলা বিশেষ শাখা), মোঃ রাজিবুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), মোঃ নাসির উদ্দিন, ওসি ডিবি, মোঃ আনিসুর রহমান, ইনচার্জ, CCIU, মোঃ ফয়সাল হোসেন, ডিআইও(১), মোঃ শহীদুজ্জামান, আরওআই, মোঃ দেলোয়ার হোসেন, অফিসার ইনচার্জ, কুষ্টিয়া মডেল থানাসহ জেলা পুলিশের অন্যান্য সকল পদমর্যাদার অফিসার ফোর্সগণ।
এবি//দৈনিক দেশতথ্য//আগস্ট ০৫.২০২২//

Discussion about this post