বাংলাদেশ রোলার স্কেটিং ফেডারেশনের আয়োজনে এবং জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় কুষ্টিয়ায় শেখ রাসেল রোলার স্কেটিং’র ৭দিনের প্রশিক্ষণ শুরু হয়েছে। এই প্রশিক্ষণের উদ্বোধন করেছেন জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল ইসলাম। গতকাল (শনিবার) বিকেলে দিকে কুষ্টিয়া ষ্টেডিয়াম জিমন্যাসিয়াম ভবনে এ প্রশিক্ষণ উদ্বোধন হয়।
এ সময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি মোহাম্মদ সাইদুল ইসলাম, বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি মকবুল হোসেন লাবলু, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এ্যাড. অনুপ কুমার নন্দী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ রোলার স্কেটিং ফেডারেশনের যুগ্ম সম্পাদক আশরাফুল আলম মাসুম।
আরও উপস্থিত ছিরেন কুষ্টিয়া স্কেটিং ক্লাবের সভাপতি ফরহাদ করিম রাব্বী, সাধারণ সম্পাদক আমির-উল-ইসলাম আলিফ এবং প্রতিষ্ঠাতা নাজমুল হাসান শাহরিয়ারসহ উক্ত ক্লাবের ছাত্র-ছাত্রী এবং অভিভাবকবৃন্দ।
অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথিদের ফুলেল শুভেচ্ছা জানায় বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা। পরে বিনামূল্যে ৫০জন শিক্ষার্থীদেরকে স্কেটিং জন্য স্কেট সু বিতরণ করা হয়।
এবি//দৈনিক দেশতথ্য//জুন ১৭,২০২৩//

Discussion about this post