Print Date & Time : 4 July 2025 Friday 3:08 pm

কুষ্টিয়ায় শ্রাবন্তী মুখার্জীর গানের মোড়ক উন্মোচন

হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২ তম জন্মবার্ষিকীতে শ্রদ্ধার্ঘ্য হিসেবে বিশিষ্ট সঙ্গীত শিল্পী শ্রাবন্তী মুখার্জীর মৌলিক গান “বাংলা আমার সোনার বাংলা, জননী আমার বাংলা রে। তোর প্রয়োজনে বঙ্গবন্ধু, শেখ মুজিবুর জন্ম দে.” এর মোড়ক উন্মোচন করা হয়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যায় শহরের পাবলিক লাইব্রেরি রোটারি গ্যালারীতে এ মোড়ক উন্মোচন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে মোড়ক উন্মোচন করেন বিজ্ঞ জিপি ও কুষ্টিয়া সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাড. আ স ম আক্তারুজ্জামান মাসুম।
সঙ্গীত শিল্পী শ্রাবন্তী মুখার্জির আয়োজনে বক্তব্য রাখেন, বিশিষ্ট লালন গবেষক এ্যাড. লালিম হক, রবীন্দ্র সম্মিলন পরিষদ কুষ্টিয়া জেলা শাখার সভাপতি অশোক সাহা, ইবির ফলিত পুষ্টি ও খাদ্য প্রযুক্তি  বিভাগের অধ্যাপক ড. দীপক কুমার পাল, সহযোগী অধ্যাপক ড. মোমিনূল ইসলাম, বায়োটেকনোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ড. সুধাংশু কুমার বিশ্বাস,  গীতিকার ও কবি আক্তারুজ্জামান চিরু,
সুরকার তারিফ হোসেন, মিউজিক কম্পোজার আরিফ রেজা পাপ্পু, সম্মিলিত সামাজিক আন্দোলন কেন্দ্রীয় কমিটির সদস্য কারশেদ আলম প্রমুখ।
বক্তারা বলেন, শ্রাবন্তী মুখার্জী মূলত রবীন্দ্র সঙ্গীতের শিল্পী। তারপরও বঙ্গবন্ধুর জন্মবার্ষিকীতে লেখা গান কথা ও সুর সবকিছু মিলিয়ে এই বিশিষ্ট সঙ্গীত শিল্পী শ্রাবন্তী মুখার্জির মৌলিক গানকে আরও শ্রোতাদের হৃদয়ে ধারন করবে।
বক্তারা শ্রাবন্তী মুখার্জির এই মৌলিক এলবাম বিশ্বের বাংলা ভাষা-ভাষীদের কাছে জনপ্রিয় হয়ে উঠার প্রত্যাশা ব্যক্ত করেন।

এবি//দৈনিক দেশতথ্য//মার্চ ১৭,২০২২//